Petrol, Diesel Price: আজ টানা ১২ দিন ভারতে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত

By :  techgup
Update: 2022-04-18 07:52 GMT

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সরাসরি দেশের জ্বালানি তেলের বাজারে এসে পড়েছে‌। আর্ন্তজাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে মার্চের ২২ তারিখ থেকে ভারতে পেট্রল, ডিজেলের দাম চড়তে শুরু করেছিল। তবে আজ সোমবার, ১৮ এপ্রিল ধরলে বিগত ১২ দিনে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি‌‌। ফলে কিছুটা স্বস্তিতে দেশবাসী।

গত ৬ এপ্রিল শেষ বার দেশে পেট্রল এবং ডিজেলের দাম এক সঙ্গে বেড়েছিল। লিটার প্রতি দুই পরিবহণ জ্বালানির দাম বেড়েছিল ৮০ পয়সা। অতিরিক্ত শুল্ক ধরে ২২ মার্চের পর থেকে ১৬ দিনের মধ্যেই দাম প্রতি লিটারে ১০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। অবশ্য টানা ১২ দিন দরবৃদ্ধি থেমে আছে।

বর্তমানে দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম ১০৫.৪১ টাকা৷ ডিজেলের দাম ১১০,৮৫ টাকা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের মূল্য যথাক্রমে ১১০.৮৫ টাকা এবং ১০০.৯৪ টাকা। কলকাতায় দুই জ্বালানির দর যথাক্রমে ১১৫.১২ টাকা এবং ৯৯.৮৩ টাকা৷ অন্য দিকে, মুম্বইয়ে এক লিটার পেট্রলের ১২০.৫১ টাকায় বিকোচ্ছে এবং ডিজেল বিক্রি হচ্ছে ১০৪.৭৭ টাকায়।

প্রসঙ্গত, দীপাবলির সময়ে পেট্রল ও ডিজ়েলের এক্সাইজ ডিউটি কমানোর পরে দেশে টানা ১৩৭ দিন পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। তবে পাঁচ রাজ্যের ভোট মিটতেই তেলের দাম চড়তে শুরু করে‌ তবে আর্ন্তজাতিক বাজারে এই মুহূর্তে অশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দামে লাগাতার পতন হওয়ার ফলে থমকে দাঁড়িয়ে ভারতে পেট্রল-ডিজেলের দাম‌।

Tags:    

Similar News