অল্প খরচে চলবে বেশি রাস্তা, দেশে এবার বিকল্প জ্বালানির গাড়ি আনছে Renault

By :  SUMAN
Update: 2024-09-19 12:40 GMT

Renault ভারতে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি (CNG) চালিত গাড়ি আনার ঘোষণা করল। বর্তমানে পেট্রল-ডিজেল গাড়ি এবং বৈদ্যুতিক যানবাহনের সঙ্গে তাল মিলিয়ে সিএনজি চালিত যাত্রী গাড়ির চাহিদা বাড়ছে। তাই ফ্রান্সের সংস্থাটি তাদের জনপ্রিয় মাল্টি-পারপাস ভেহিকেল Tribe-এর সিএনজি সংস্করণ লঞ্চ করতে চলেছে।

রেনো ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) এবং এমডি ভেঙ্কটরাম মামিল্লাপল্লে বলেছেন, আমরা বিকল্প জ্বালানি ভিত্তিক যানবাহন তৈরি করছি যা সিএনজি বা ব্যাটারিতে চলতে পারে। প্রথমটি এই বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে। তবে বৈদ্যুতিক গাড়িটির লঞ্চের সময়কাল সম্পর্কে কিছু বলেননি তিনি।

তিনি যোগ করেন, তামিলনাড়ু এবং কেরালায় রেনোর ডিজেল গাড়ির জন্য শক্তিশালী বাজার রয়েছে। তবে ইলেকট্রিক ভেহিকেল এবং সিএনজি ফিটেড গাড়ির আধিপত্যের জন্য উত্তরে তাদের বাজার ছোট বলে মত প্রকাশ করেন। ফলে উত্তর ভারতে নিজেদের জমি শক্তি করার জন্য সিএনজি পরিচালিত গাড়ি আনছে তাঁর সংস্থা।

ভেঙ্কটরামের মতে, গুজরাট, হরিয়ানা, নয়াদিল্লি, তামিলনাড়ু এবং উত্তর কর্ণাটকে সিএনজি গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। ট্রাইবার হবে প্রথম গাড়ি যেখানে সিএনজি কিট লাগানো হবে ও তামিলনাড়ুর ওরাগাদাম প্ল্যান্টে উৎপাদিত হবে। প্রসঙ্গত, উৎসবের মরসুম উপলক্ষ্যে Renault ভারতে Kwid, Kiger এবং Triber-এর Night & Day এডিশন লঞ্চ করেছে। এই স্পেশাল এডিশন মডেলগুলির বাম যথাক্রমে ৪.৯৯ লক্ষ, ৬.৭৪ লক্ষ ও ৭.২৪ লক্ষ (এক্স-শোরুম) টাকা।

Tags:    

Similar News