Renault-India: তিন মিনিটে একটি করে গাড়ি বানানোর রেকর্ড, ভারতে নয়া কীর্তি এই সংস্থার
জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে গাড়ি উৎপাদনের লক্ষ্যে ভারতে জোট বেঁধেছিল ফ্রান্সের রেনো (Renault) ও জাপানের নিসান (Nissan)। যৌথ সংস্থার নামকরণ করা হয় রেনো নিসান অটোমোটিভ প্রাইভেট লিমিটেড (Renault Nissan Automotive Pvt. Ltd.)। চেন্নাইয়ার কারখানা ব্যবহার করে দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে মেড-ইন-ইন্ডিয়া গাড়ি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আসছে দুই সংস্থা। চেন্নাইয়ের সেই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এবার ২৫ লক্ষতম গাড়ি উৎপাদনের মাইলফলক স্পর্শ করল রেনো ও নিসানের জোট।
Renault-Nissan জোট ভারতে ২৫ লক্ষ গাড়ি উৎপাদন করল
রেনো ও নিসান এদেশে প্রতি বছর গড়ে ১.৯২ লক্ষ ইউনিট গাড়ি তৈরি করে। হিসেব বলছে, প্রতি তিন মিনিটে তারা একটি গাড়ি বানিয়ে থাকে। এদেশে ব্যবসা শুরুর পর থেকে সংস্থা দুটি সম্মিলিতভাবে ২০টি মডেলের গাড়ি উৎপাদন করেছে। চেন্নাইয়ের ওরাগাদামে তাদের কারখানাটি অবস্থিত।
এই কারখানায় কেবলমাত্র যে ভারতের বাজারে চাহিদা পূরণ করতে গাড়ি তৈরি হয় তেমনটা নয়, বিদেশে রপ্তানির জন্যও এখানে গাড়ির উৎপাদন করা হয়ে থাকে। এ পর্যন্ত মোট ১.১৫ লক্ষ ইউনিট গাড়ি চেন্নাইয়ের কামরাজার বন্দরের মাধ্যমে বাইরের দেশগুলিতে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, লাতিন আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, সার্ক গোষ্ঠীভুক্ত দেশ, এবং আফ্রিকা মিলিয়ে মোট ১০৮টি দেশে গাড়ি এক্সপোর্ট করে রেনো-নিসান।
চলতি বছরের শুরুতে রেনো-নিসান জোট ভারতে ৫৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঘোষণা করেছিল। নতুন প্রযুক্তি, পণ্য, উৎপাদনে জোয়ার আনতেই এই লগ্নি বলে জানানো হয়। আগামী তিন বছরের মধ্যে ছয়টি নতুন গাড়ি আনার কথাও ঘোষণা করা হয়েছে। যার মধ্যে দুটি সম্পূর্ণ ইলেকট্রিক মডেল। এই প্রসঙ্গে রেনো ইন্ডিয়ার সিইও এবং এমডি ভেঙ্কটরাম মামিল্লাপাল্লে বলেন, “২৫ লক্ষ গাড়ি উৎপাদনের মুহূর্তে সংস্থার অপরিহার্য অংশ হিসেবে আমরা আপ্লুত।”