মাসিক কিস্তি গায়ে লাগবে না, স্মার্টফোনের দামেই বাড়ি আনুন Royal Enfied Bullet
বেশ কয়েক বছর বাদে ২০২৩ সালে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের ভিন্টেজ মোটরসাইকেল বুলেট ৩৫০ (Bullet 350)-র নতুন সংস্করণ লঞ্চ করেছে। নিজস্ব ব্র্যান্ড ভ্যালু, সাথে নতুন আপডেট, তাই বাজারে লঞ্চ হয়েই ক্রেতাদের রাতের ঘুম কেড়েছে নতুন প্রজন্মের বুলেট। তাই দাম খানিকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে Royal Enfield Bullet 350-এর মূল্য ১.৭৪ লাখ থেকে শুরু করে ২.১৬ লাখ টাকা পর্যন্ত গিয়েছে (এক্স-শোরুম)। এখন বিষয় হচ্ছে, এত টাকা দাম হওয়ার কারণে অনেকেই নগদ অর্থে এটি কিনতে অপারগ। মোটরসাইকেলটি কেনার জন্য তাদের একমাত্র উপায় হচ্ছে মাসিক কিস্তির বিকল্প। যে ক্ষেত্রে কোম্পানি বিভিন্ন সুযোগ সুবিধা অফার করছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক।
Royal Enfield Bullet 350 লোনে কেনার উপায়
নিউ জেনারেশন বুলেট ৩৫০ পাঁচটি ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নেওয়া যায় – মেরুন, রেড, ব্ল্যাক গোল্ড, স্ট্যান্ডার্ড ব্ল্যাক ও মিলিটারি ব্ল্যাক। কার্ব ওয়েট ১৯৫ কেজি। মিলিটারি রেড এবং মিলিটারি ব্ল্যাক এই দুই ভ্যারিয়েন্টের অন-রোড মূল্য ১,৯৯,০৫৫ টাকা। এগুলি মাত্র ২০,০০০ টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে আসা যায়। ৩৬ মাস ধরে ৫,৭৫২ টাকা ইনস্টলমেন্ট জমা করলেই কেল্লাফতে। এজন্য ব্যাঙ্ক ৯.৭% সুদের হারে ১,৭৯,০৫৫ টাকা লোন দেবে।
চলুন রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-এর গুরুত্বপূর্ণ ফিচারস সম্পর্কে চোখ বুলিয়ে নেওয়া যাক। এতে উপস্থিত সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ অ্যানালগ স্পিডোমিটার, ট্রিপ মিটার এবং ফুয়েল গজ ইন্ডিকেটর। রাস্তায় রাজকীয় গতিতে এগিয়ে চলতে এতে দেওয়া হয়েছে ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন। এটি ৬,১০০ আরপিএম গতিতে ২০.২ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে পাঁচ গতির গিয়ারবক্স।
Royal Enfield Bullet 350 যাতে আরামদায়ক রাইডিং দিতে পারে সেজন্য এতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ৬-স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড যুক্ত টুইন টিউব ইমালশন রিয়ার শক অ্যাবসর্বার। ব্রেকিং সিস্টেম হিসেবে সিঙ্গেল চ্যানেল এবিএস সহ সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক বর্তমান। বাইকটির সঙ্গে বাজারে Honda H'ness CB 350 ও Jawa 42-এর প্রতিযোগিতা চলে।