রয়্যাল এনফিল্ডের নতুন 350 সিসি বাইকের ডিজাইন ফাঁস হল, কত দাম হবে জেনে নিন

By :  SUMAN
Update: 2024-07-13 08:52 GMT

রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল হল ক্লাসিক ৩৫০। এই বাইকটির এক নতুন ভার্সনের উপর কাজ করছে সংস্থা, যার নাম ক্লাসিক ৩৫০ ববার। নাম শুনেই বোধগম্য, এটি একটি ববার স্টাইলের মোটরসাইকেল। অর্থাৎ এতে চালকের জন্যই শুধু আসন মিলবে ক্লাসিক ৩৫০ ববার বাইকটির ডিজাইন পেটেন্ট সম্প্রতি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

ডিজাইনের কথা বললে, পারফেক্টে শেপের ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ ববার দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। সামনে ও পিছনে ফর্ক কভার রয়েছে। বাইকটির যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়বে সেটা হল, উপরের দিকে তোলা হ্যান্ডেলবার ও স্ট্যান্ডার্ড ট্রিমে থাকতে চলা সিঙ্গেল পিস সিট।

উল্লেখ্য, ক্লাসিক ৩৫০ ববার রিমুভেবল পিলিয়ন সিট অপশনেও আসবে, যেমনটা বাইকটির টেস্ট ভার্সনে দেখা গিয়েছে। পিলিয়ন সিটে ফ্লোটিং টাচ আরও একটি চিত্তাকর্ষক বিষয়। রাইডিং পজিশনটি বেশ রিলাক্সড হবে এবং হ্যান্ডেলবার ও ফরোয়ার্ড সেট ফুটপেগের নাগাল সহজেই পাওয়া যাবে।

মোটরসাইকেলটি ইঞ্জিন ও অন্যান্য হার্ডওয়্যার ক্লাসিক ৩৫০-এর মতোই হবে। এতে ৩৪৯ সিসি এয়ার ইঞ্জিন থাকতে পারে, যা ৬,১০০ আরপিএমে ২০.২ বিএইচপি এবং ৪,০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন করবে। গিয়ার মিলবে পাঁচটি। সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফর্ক, টুইন শক অ্যাবজর্ভার এবং দুই চাকায় ডিস্ক ব্রেক লাগানো থাকবে। বাইকটি এই বছরের শেষে লঞ্চ হওয়ার সম্ভাবনা। দাম হতে পারে ২ লাখ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News