সাধ্যের মধ্যেই স্বপ্নপূরণ, সবচেয়ে সস্তা ৪৫০ সিসির বাইক হবে রয়্যাল এনফিল্ড গোরিলা

By :  SUMAN
Update: 2024-06-30 10:01 GMT

সামনের মাসেই ভারতের বাজারে আলোড়ন জাগাতে একটি সম্পূর্ণ নতুন ৪৫০ সিসির মোটরসাইকেল আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। আভিজাত্য ও সম্ভ্রমের সংমিশ্রণে তৈরি মডেলটিকে ঘিরে ইতিমধ্যেই ক্রেতামহলে উৎসাহের দানা বেঁধেছে। রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০ নামের মডেলটি আগামী ১৭ জুলাই লঞ্চ হবে। সোশ্যাল মিডিয়াতে মোটরসাইকেলটির টিজার প্রকাশ পেয়েছে। সংস্থার কর্ণধার সিদ্ধার্থ লাল নিজের এই বাইক চালানোর ছবি প্রকাশ করেছেন। এখন শোনা যাচ্ছে, সংস্থার সবচেয়ে সস্তার ৪৫০ সিসি বাইক হিসেবে আসছে গেরিলা।

রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তা ৪৫০ সিসি বাইক হবে গোরিলা

সংস্থার অন্দরমহলে গোরিলা ৪৫০-এর সাংকেতিক নাম দেওয়া হয়েছে কে১এফ। হিমালয়ান ৪৫০-এর পর এটি সংস্থার দ্বিতীয় ৪৫০ সিসি বাইক হতে চলেছে। সংস্থার পোর্টফোলিও’তে গোরিলা ৪৫০-এর স্থান হিমালয়ান ৪৫০-এর নিচে হবে। একটি অটো পোর্টালের রিপোর্ট অনুযায়ী, এনফিল্ডের সবচেয়ে সস্তা ৪৫০ সিসি বাইক হবে এটি।

প্রসঙ্গত, এটি ছাড়াও অদূর ভবিষ্যতে ৪৫০ সিসির আরও কিছু মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা রয়েছে রয়্যাল এনফিল্ডের। এগুলি হচ্ছে, স্ক্র্যাম্বলার ৪৫০ (সাংকেতিক নাম কে১কে), ক্যাফে রেসার ৪৫০ (সাংকেতিক নাম কে১ই) এবং পাওয়ার ক্রুজার ৪৫০ (সাংকেতিক নাম কে১ডি)। আবার হিমালয়ানের আরও একটি ভ্যারিয়েন্ট সামনের বছর লঞ্চ করা হবে। এটি হচ্ছে কে১এক্স হিমালয়ান রেইড।

শহুরে রাস্তায় চলাচলের উপযুক্ত হওয়ার কারণে আসন্ন গোরিলা বাইকটি বেশি সংখ্যক ক্রেতার কাছে জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদী সংস্থা। দাম ২.৩ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে। আবার ২.২৯ লাখ টাকা ইন্ট্রোডাক্টরি মূল্যে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা। কারণ প্রতিপক্ষ ট্রায়াম্ফ স্পিড ৪০০-র বর্তমান মূল্য ২.৩৩ লাখ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News