অনায়াসে ছুটবে পাহাড় টু জঙ্গল, আজ নতুন Himalayan বাইকের লঞ্চ, দাম কেমন হবে

By :  SUMAN
Update: 2023-11-24 05:52 GMT

বর্তমানে ভারতে সর্বাধিক প্রতীক্ষিত বাইকগুলির মধ্যে অন্যতম Royal Enfield Himalayan 450। অপেক্ষার অবসান ঘটিয়ে আজই লঞ্চ হবে বাইকটি। গোয়াতে রয়্যাল এনফিল্ডের মোটোভার্স (Motoverse) ইভেন্টে আত্মপ্রকাশ করবে বাইকটি। Himalayan 411-এর তুলনায় নতুন প্রজন্মের এই অ্যাডভেঞ্চার ট্যুরারে থাকছে একাধিক চমক। চলুন দেখে নিই, বাইকটির দাম কত হতে পারে।

Royal Enfield Himalayan 450 আজ লঞ্চ হবে

Himalayan 411-এর স্থান দখল করবে ৪৫০ সিসির মডেলটি। আগাগোড়া নতুন টুইন স্পার ফ্রেমে নির্মিত এটি। সাথে থাকছে অধিক ক্ষমতার ইঞ্জিন, যার পোশাকি নাম – শেরপা ৪৫০ (Sherpa 450)। এতে দেওয়া হয়েছে লিকুইড কুল্ড প্রযুক্তি, যা সংস্থার ইতিহাসে এই প্রথম। পাওয়ার ও টর্কের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

টেকনিক্যাল আপডেট হিসাবে নতুন হিমালয়ান পেয়েছে একটি ডিজিটাল কনসোল। যা সম্পূর্ণভাবে সংস্থার অন্দরমহলে তৈরি হয়েছে। এতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল/এসএমএস অ্যালার্ট এবং ইঞ্জিন ও ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কিত সচেতন বার্তা ইত্যাদি। রয়্যাল এনফিল্ডের প্রথম মডেল হিসেবে রাইড বাই ওয়্যার সহ ইকো ও পারফরম্যান্স রাইডিং মোড অফার করবে বাইকটি। এছাড়া থাকছে অল এলইডি লাইটিং।

বাজার চলতি Royal Enfield Himalayan 411-এর এখন দাম ২.২৮ লাখ টাকা (এক্স-শোরুম), যেখানে নতুন অ্যাডভেঞ্চার মডেলটির মূল্য সামান্য বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। দাম ২.৬০ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। প্রচুর আপডেট ও শক্তিশালী ইঞ্জিনের জন্যই দাম বাড়বে। Himalayan 450 তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – বেস, পাস এবং সামিট। এদের মধ্যে পার্থক্য বলতে মূলত কালার স্কিম। ভ্যারিয়েন্ট তিনটির মধ্যে দামের ফারাক ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা থাকার সম্ভাবনা। নয়া হিমালয়ানের অন রোড প্রাইস দাঁড়াতে পারে ৩ লাখ টাকার আশেপাশে।

Tags:    

Similar News