Royal Enfield: না কিনেও চালানো যাবে রয়্যাল এনফিল্ড, ঘুরতে পারবেন পাহাড়-জঙ্গল, দারুণ সুযোগ আনল সংস্থা

By :  SUMAN
Update: 2023-09-20 08:37 GMT

রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর মোটরসাইকেল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। স্বাদ থাকলেও সাধ্যের অভাবে অনেকেই এই বাইক কিনে উঠতে অপারগ থেকে যান। কিন্তু এবার না কিনলেও আপনার সর্বক্ষণের সঙ্গী হতে পারে রয়্যাল এনফিল্ডের বাইক। কি অবাক লাগছে শুনতে? কিন্তু এটাই সত্যি। আসলে সংস্থার তরফে নতুন রেন্টাল পরিষেবা লঞ্চ করল। যাক নামকরণ করা হয়েছে – রয়্যাল এনফিল্ড রেন্টাল (Royal Enfield Rental)।

Royal Enfield-এর বাইক ভাড়ায় নেওয়া যাবে

ভারতের ২৫টি শহরে রয়্যাল এনফিল্ডের ৪০-এর বেশি রেন্টাল অপারেটর থেকে ৩০০-র বেশি মোটরসাইকেল ভাড়া দেওয়া হয়। চেন্নাই এর সংস্থাটি দেশের যে সমস্ত শহরে এই পরিষেবা নিয়ে এসেছে, সেগুলির মধ্যে রয়েছে – আমেদাবাদ, মুম্বাই, গুজরাত, মহারাষ্ট্র, চন্ডিগড়, ধর্মশালা, লেহ, মানালি, হরিদ্বার এবং ঋষিকেশ। এছাড়া আছে উদয়পুর, জয়পুর, জয়সলমীর, গোয়া, কোচি, ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম, বিশাখাপত্তনম, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, সিমলা, নৈনিতাল এবং দেরাদুন। সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে দেশের আরও অন্যান্য শহরে এই পরিষেবা চালু করা হবে।

এখন প্রশ্ন, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিভাবে ভাড়া নেবেন? সে ক্ষেত্রে আপনাকে সংস্থার রেন্টাল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে নিজের শহর বেছে নিলে, পিকআপ সময় ও তারিখ এবং ড্রপ টাইম ও তারিখ দিতে হবে। এরপর তাদের সম্ভারে উপলব্ধ মোটরসাইকেলের দাম সহ একটি তালিকা সামনে আসবে। এরপর একটি ফর্ম সাবমিট করলেই অপারেটরের সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, অপারেটর যে চার্জ নেবেন, তা রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য।

রেন্টাল প্রোগ্রাম প্রসঙ্গে রয়্যাল এনফিল্ড মুখ্য ব্র্যান্ড আধিকারিক মোহিত ধর জায়াল বলেন, “পিওর মোটরসাইক্লিংয়ের লক্ষ্য পর্যবসিত করতে আমাদের রেন্টালের সম্প্রসারিত পরিবার এবং ট্যুর অপারেটর এবং মেরামতকারীদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।” ভারতের যে কোন প্রান্তের ক্রেতারা রয়্যাল এনফিল্ডের এই মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

Tags:    

Similar News