সুরক্ষায় ফার্স্ট ক্লাস, দেশের সর্বোচ্চ সেফটি রেটিং যুক্ত গাড়ির দাম 1 লক্ষ টাকা কমাল Skoda

By :  SUMAN
Update: 2024-06-19 12:57 GMT

গাড়ির দাম আচমকা কমিয়ে ক্রেতাদের বড় সারপ্রাইজ দিল স্কোডা ইন্ডিয়া (Skoda India)। কোম্পানি তাদের ফাইভ স্টার সেফটি রেটিং যুক্ত Kushaq ও Slavia মডেলের মূল্য যথাক্রমে ১ লক্ষ ও ৯৪,০০০ টাকা কমিয়েছে। ফলে Skoda Kushaq-এর দাম বর্তমানে ১০.৮৯ লাখ থেকে শুরু হচ্ছে, এবং টপ ভ্যারিয়েন্টের মূল্য দাঁড়িয়েছে ১১.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। যেখানে Skoda Slavia কিনতে খরচ হবে ১০.৬৯ লাখ থেকে ১১.৬৩ লাখ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, স্কোডার দুই গাড়ির মূল্যে পতন সীমিত সময়ের জন্য। তাই গাড়ি কেনার ইচ্ছা থাকলে এটিই মোক্ষম সময়।

Skoda Kushaq দাম

চেক প্রজাতন্ত্রের অটোমোবাইল কোম্পানি সম্প্রতি তাদের Kushaq SUV গাড়ির কয়েকটি ভ্যারিয়েন্টের নতুন নামকরণ করেছে। এই গাড়ির পাঁচটি ট্রিমের নাম – Classic, Onyx, Signature, Monte Carlo ও Prestige। মূল্য হ্রাসের পর এই গাড়ির এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্টের দাম হয়েছে ১০.৮৯ লাখ, যেখানে টপ স্পেক Prestige-এর ট্রিম কিনতে খরচ পড়বে ১৬.০৯ লাখ থেকে ১৮.৭৯ লাখ টাকা (এক্স-শোরুম)।

Skoda Slavia দাম

মাঝারি আকারের সেডান Skoda Slavia বর্তমানে তিনটি ট্রিমে অফার করা হয়, Classic, Signature ও Prestige। বেস ভ্যারিয়েন্টের দাম এখন ১০.৬৯ লাখ টাকা। যা আগে ছিল ১১.৬৩ লাখ টাকা (এক্স-শোরুম)। আর হাই-এন্ড Prestige ভ্যারিয়েন্টের মূল্য ১৫.৯৯ লাখ থেকে ১৮.৬৯ লাখ টাকা (এক্স-শোরুম)।

Skoda Kushaq ও Slavia ইঞ্জিন স্পেসিফিকেশন

দাম কমানো হলেও Skoda Kushaq ও Skoda Slavia-এর কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এই দুই গাড়ি ১.০ লিটার এবং ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে চলবে। আর ৬-স্পিড ম্যানুয়াল, ৬-স্পিড অটোমেটিক এবং ৭-স্পিড ডুয়েল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন অপশনে বেছে নেওয়া যায়।

Tags:    

Similar News