Suzuki Access 125: অ্যাক্টিভার রাতের ঘুম কাড়ছে এই স্কুটার, নতুন বছরের আগে গড়ল বিরাট রেকর্ড
Suzuki Access 125-এর সিটের উচ্চতা 773 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। স্কুটারের জ্বালানি ট্যাঙ্কের ক্যাপাসিটি 5 লিটার এবং মাইলেজ দিতে পারে 45-50 কিমি প্রতি লিটার।;
স্কুটারের বাজারে অন্যতম সেরা মডেল Suzuki Access। এটি আবার ভারতের প্রথম 125 সিসি স্কুটার। এদিন কোম্পানি ঘোষণা করল, তারা এই স্কুটারের 60 লাখ ইউনিট উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। 2006 সালে লঞ্চ হয়েছিল ভারতে। এক দশকের বেশি সময় ধরে নিত্য যাত্রীদের মন জুগিয়েছে অ্যাক্সেস। বলা বাহুল্য, স্কুটারের নান্দনিক ডিজাইন, আরামদায়ক রাইডিং ও দক্ষ মাইলেজ প্রতিপক্ষ স্কুটারগুলিকে জোরদার লড়াই দিয়েছে।
দেশে Suzuki Access 125 স্কুটারের দাম 85,601 টাকা থেকে 91,800 টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে 125 সিসি 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা 8.5 হর্সপাওয়ার এবং 10 এনএম পিক টর্ক তৈরি করে। এই স্কুটার ফুয়েল-ইনজেক্টেড কিক এবং ইলেকট্রিক স্টার্ট বিকল্পের সাথে উপলব্ধ। সমস্ত আধুনিক স্কুটারের মতো এতেও রয়েছে CVT ট্রান্সমিশন।
Suzuki Access 125-এর সিটের উচ্চতা 773 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। স্কুটারের জ্বালানি ট্যাঙ্কের ক্যাপাসিটি 5 লিটার এবং মাইলেজ দিতে পারে 45-50 কিমি প্রতি লিটার। এই স্কুটারটির ওজন মাত্র 103 কেজি এবং এতে জিনিসপত্র রাখার জন্য 22.3 লিটার আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। ফিচার্স, মাইলেজ এবং লুক সব দিক থেকেই নজরকাড়া এই স্কুটার।
60 লাখ ইউনিট উৎপাদন প্রসঙ্গে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা বলেন, "সুজুকি অ্যাক্সেস 125-এর 60 লাখ উৎপাদন সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়াতে আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত৷ দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে অ্যাক্সেস 125-এর প্রতি আমাদের গ্রাহকদের যে আস্থা রয়েছে তা প্রতিফলিত করে। আমরা আমাদের গ্রাহকদের, ডিলার অংশীদারদের ধন্যবাদ জানাই৷ এবং, সমস্ত স্টেকহোল্ডারদের সমর্থনের জন্য সুজুকি অ্যাক্সেস 125 ক্রমাগতভাবে টু-হুইলার বাজারে জনপ্রিয়তা অর্জন করছে।"