ইলেকট্রিক মোটরসাইকেল প্রকল্পে গুজরাতে 100 কোটি টাকা লগ্নি করবে Svitch Motocorp
এই বছর ভারতের বাজারে একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে গুজরাতের আমেদাবাদের সংস্থা Svitch Motocorp। CSR 762 নামের সেই ই-বাইক প্রকল্পে এবার নিজেদের রাজ্যে ১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল তারা। ব্যাটারিচালিত মোটরসাইকেলটির দাম হবে ১ লাখ ৬৫ হাজার টাকার আশেপাশে। এর মধ্যে কেন্দ্রের ফেম-টু ভর্তুকি বাবদ ৪০ হাজার টাকা ধরা।
বর্তমানে Svitch-এর ঝুলিতে চারটি বাইক রয়েছে - XE +, XE, MXE, এবং নন-ইলেকট্রিক NXE। গুজরাতের সানন্দে সংস্থাটির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে সেগুলির উৎপাদন হচ্ছে। বিবৃতি জারি করা বলা হয়েছে, দেশজুড়ে ১৩০-এর বেশি ডিলার এবং ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের।
Svitch Motocorp তাদের লেটেস্ট CSR 762 ইলেকট্রিক বাইক লঞ্চের ঘোষণা করা বলেছে, এর ৩.৭ কিলোওয়াট ডুয়াল লি-আয়ন এনএমসি (নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট-কোবাল্ট) ব্যাটারি একচার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে। ঘন্টা প্রতি সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতি উঠবে।
সংস্থার প্রোমোটার রাজকুমার প্যাটেল বলেন, CSR762 লঞ্চ করে অত্যন্ত আনন্দ অনুভব করছি আমরা। দুই বছর ধরে কঠোর উন্নয়ন এবং একাধিক প্রোটোটাইপ মডেল পরীক্ষার পর চূড়ান্ত ভার্সন নিয়ে হাজির হয়েছি আমরা৷ যার ডিজাই নতুন প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে করা হয়েছে।"