মুখে বললেই খুলবে ছাদ, দূষণ থেকেও মিলবে মুক্তি, বাজারে এল Tata Altroz CNG হ্যাচব্যাক

By :  SUMAN
Update: 2023-05-22 10:28 GMT

Maruti Suzuki-র দেখাদেখি টাটা মোটরস (Tata Motors) বিকল্প জ্বালানির মধ্যে অন্যতম সিএনজি মডেলে জোর দিচ্ছে। আজ ভারতের বাজারে সংস্থাটি তাদের Altroz গাড়িটি iCNG ভ্যারিয়েন্টে লঞ্চের ঘোষণা করল। দীর্ঘদিন ধরেই গাড়িটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছিল টাটা। এর দাম ৭.৫৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১০.৫৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। ফলে Altroz-এর পেট্রোল ভার্সনের চাইতে সিএনজি মডেলটি ৯৫,০০০ টাকা বর্ধিত মূল্যে হাজির হয়েছে।

Tata Altroz iCNG ভ্যারিয়েন্ট অনুযায়ী মূল্য

টাটা অলট্রোজ আইসিএনজি গাড়িটি মোট ছয়টি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে। এগুলি হল – XE CNG, XM+ CNG, XM+ (S) CNG, XZ CNG, XZ+ (S) CNG ও XZ+ O (S) CNG। এদের দাম যথাক্রমে ৭.৫৫ লক্ষ টাকা, ৮.৪০ লক্ষ টাকা, ৮.৮৫ লক্ষ টাকা, ৯.৫৩ লক্ষ টাকা, ১০.০৩ লক্ষ টাকা ও ১০.৫৫ লক্ষ টাকা।

টাটা তাদের Altroz CNG অনন্য ডুয়েল সিলিন্ডার টেকনোলজি সহ হাজির করেছে। অর্থাৎ চিরাচরিত একটি বড় সিএনজি সিলিন্ডার এতে অনুপস্থিত। পরিবর্তে দুটি ছোট সিলিন্ডার গাড়িটির বুটে এমনভাবে স্থাপন করা হয়েছে, যা জায়গার সাথে ব্যবহারকারীকে আপোষ করতে দেবে না। বুটে স্বাচ্ছন্দ্য বজায় রেখে লাগেজ রাখা যাবে।

Tata Altroz iCNG ফিচার্স

গাড়িটির ফিচারের বিশেষ তালিকায় উপস্থিত ভয়েস এনাবেল্ড ইলেকট্রিক সানরুফ (মুখে বললেই ছাদ খুলবে), ইনবিল্ট এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস চার্জার এবং লেদারেট সিট। এই প্রতিটি ফিচার চলতি মাসের শুরুতে নতুন নির্গমন বিধির ইঞ্জিনে হাজির হওয়া অলট্রোজের পেট্রোল এবং ডিজেল ভ্যারিয়েটেও উপলব্ধ রয়েছে।

Tata Altroz iCNG-তে উপস্থিত একটি ১.২ লিটার রিভোট্রন থ্রি-সিলিন্ডার NA পেট্রোল ইঞ্জিন। যা থেকে সিএনজি মোডে ৭৩৫ পিএস শক্তি এবং ১০৩ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে পেট্রোল মোডে এর আউটপুট ৮৮ পিএস শক্তি এবং ১১৫ এনএম টর্ক। সিএনজি ভার্সনে উপলব্ধ একটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

Tags:    

Similar News