Tata Altroz নাকি Toyota Glanza? কোন গাড়ির সিএনজি মডেল কিনলে আপনার লাভ

By :  SUMAN
Update: 2023-05-23 14:38 GMT

গতকালই ভারতের বাজারে সিএনজি ভার্সনে লঞ্চ হয়েছে Tata Altroz iCNG। মোট ছয়টি ভ্যারিয়েন্টে এসেছে গাড়িটি। দাম ৭.৫৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। আধুনিক ফিচারে সজ্জিত কেবিন ও নজরকাড়া ডিজাইনে হাজির হয়েছে গাড়িটি। এতে দেওয়া হয়েছে একটি ১.২ লিটার বাই-ফুয়েল ইঞ্জিন। এদেশে গাড়িটির প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Toyota Glanza CNG। এখন প্রশ্ন হচ্ছে দুটি গাড়ির মধ্যে দাম ও বৈশিষ্ট্যের বিচারে কোনটি এগিয়ে? জানতে হলে প্রতিবেদনটির শেষ পর্যন্ত চোখ রাখুন।

Tata Altroz iCNG দর্শনের দিক থেকে অধিক আবেদনময়ী

Tata Altroz iCNG-তে রয়েছে কারুকার্যে ভরা হুড, ব্ল্যাক গ্রিল, এলইডি ডিআরএল সহ সোয়েপ্টব্যাক প্রজেক্টর হেডলাইট এবং ১৬ ইঞ্চি অ্যালয় হুইল। গাড়িটি চারটি সিঙ্গেল টোন এবং তিনটি ডুয়েল টোন কালারে উপলব্ধ। অন্যদিকে Glanza CNG ক্রোম অ্যাক্সেন্ট গ্রিল, দীর্ঘ বনেট, একটি চওড়া এয়ার ভেন্ট, ইন্ডিকেটর মাউন্টেড ORVM, স্লিক এলইডি হেডলাইট, এবং র‍্যাপ অ্যারাউন্ড এলইডি টেল ল্যাম্প সহ বেছে নেওয়া যায়। এতেও উপস্থিত ১৬ ইঞ্চি অ্যালয় হুইল।

ডাইমেনশন

আকার আকৃতির দিক থেকে দুটি গাড়িই প্রায় সমান বলা যায়। Tata Altroz iCNG-র দৈর্ঘ্য, প্রস্থ এবং হুইলবেস যথাক্রমে ৩,৯৯০ মিমি, ১,৭৫৫ মিমি ও ২,৫০১ মিমি। যেখানে Toyota Glanza CNG লম্বায়, চওড়ায় এবং এর হুইলবেস যথাক্রমে ৩,৯৯০ মিমি, ১,৭৪৫ মিমি ও ২,৫২০ মিমি।

৫-সিট থেকে সানরুফ

টাটা অলট্রোজ আইসিএনজি-তে ডুয়েল টোন ড্যাশবোর্ডের সাথে ফাইভ-সিটার কেবিন অফার করা হয়েছে। এছাড়া রয়েছে ভয়েস অ্যাক্টিভেটেড সিঙ্গেল পেন সানরুফ, ব্লু অ্যাকসেন্ট, সেন্টার কনসোল এবং একটি ফ্ল্যাট বটম মাল্টিফাংশনাল স্টিয়ারিং হুইল।অন্যদিকে টয়োটা গ্লাঞ্জা সিএনজি-তে উপস্থিত ফাইভ-সিটার কেবিন, একটি সেন্টার কনসোল আর্মরেস্ট, ইঞ্জিন স্টার্ট/স্টপ বাটন, একটি ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল এবং ডুয়েল টোন ড্যাশবোর্ড। এতে সানরুফ অনুপস্থিত।

টেকনিক্যাল ফিচার্স

Altroz iCNG-তে ফিচার হিসেবে দেওয়া হয়েছে এয়ার পিউরিফায়ার, অটো ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট প্যানেল, একটি রিয়ার ভিউ ক্যামেরা, একাধিক এয়ারব্যাগ, এবিএস এবং ইবিডি।

অন্যদিকে Glanza CNG-তে রয়েছে ইউএসবি চার্জার, অটো ক্লাইমেট কন্ট্রোল, একটি ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট প্যানেল, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, চারটি এয়ারব্যাগ, এবিএস, ইবিডি, একটি রিয়ার ভিউ ক্যামেরা এবং ক্র্যাশ সেন্সর।

মাইলেজ

Tata Altroz iCNG একটি ১.২ লিটার ইঞ্জিনে ছুটবে। যা থেকে ৭৭ এইচপি শক্তি এবং ১০৩ এনএম টর্ক উৎপন্ন হবে। গিয়ারের সংখ্যা পাঁচ। আর Toyota Glanza CNG-তে উপস্থিত একটি ১.২ লিটার ইঞ্জিন যা থেকে ৭৬.৪ এইচপি শক্তি এবং ৯৮.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। ১ কেজি জ্বালানিতে গাড়িটি ৩০.৬ কিলোমিটার মাইলেজ প্রদান করে বলে দাবি সংস্থার।

কোন গাড়িটি কেনা বুদ্ধিমানের কাজ

Tata Altroz iCNG-এর দাম ৭.৫৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১০.৫৫ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। যেখানে Toyota Glanza CNG-এর মূল্য ৮.৫-৯.৫৩ লক্ষ টাকা। প্রতিটি দাম এক্স-শোরুম মূল্য ধরে। সবদিক বিচার করে বলা যায় দুটি গাড়ি প্রায় কাছাকাছি। তবে ডিজাইনের নিরিখে এবং আরও বেশি ফিচার্সের জন্য Altroz iCNG-এর পাল্লা ভারি।

Tags:    

Similar News