প্রতি মাসেই নতুন রেকর্ড গড়ছে Tata Motors, জুনে গাড়ি বিক্রি বাড়ল 87 শতাংশ, ইলেকট্রিক মডেলের চাহিদা তুঙ্গে

By :  SUMAN
Update: 2022-07-01 14:33 GMT

গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করে উত্তাপ ছড়াল টাটা মোটরসে (Tata Motors)। জুনে এক মাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি প্যাসেঞ্জার বা যাত্রী বিক্রির রেকর্ড গড়লো সংস্থা। জুলাইয়ের প্রথম দিনেই সামনে এল গত মাসে গাড়ি বিক্রির হিসেব-নিকেশ। পরিসংখ্যান বলছে জুন মাসে মোট ৪৫,১৯৭ ইউনিট যাত্রী গাড়ি বিক্রি করেছে টাটা। তুলনাস্বরূপ, ২০২১-এর জুনে বেচাকেনার পরিমাণ ছিল ২৪,১১০। ফলে গত বারের তুলনায় এবারের জুনে বিক্রিতে ৮৭.৪৬% উত্থান ঘটেছে। আবার ২০২২-এর মে মে মাসে টাটার ৪৩,৩৪১টি গাড়ি নতুন ক্রেতার মুখ দেখেছিল।

গত মাসে গাড়ি বিক্রিতে নিজেদের সমস্ত রেকর্ড ভেঙেছে টাটা। তা সত্ত্বেও দেশে দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি তকমা ধরে রাখতে পারেল না টাটা। ফের সেই স্থান ছিনিয়ে নিল দক্ষিণ কোরিয়ান সংস্থা হুন্ডাই। গত মাসে টাটার মোট ৪১,৬৯০টি পেট্রল বা ডিজেলে চলা গাড়ি বিক্রি হয়েছে। গত বছর জুনে যার সংখ্যা ছালি ২৩,৪৫২ ইউনিট। ফলে প্রথাগত জ্বালানির গাড়ি বিক্রিতে আধিক্য ঘটেছে ৭৮%।

এদিকে জুনে মোট ৩,৫০৭ ইউনিট ব্যাটারি চালিত গাড়ি বিক্রি হয়েছে। আগের বছর ওই সময়ে যা ছিল মাত্র ৬৫৮। ফলে গত মাসে বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে ৪৩৩% অগ্রগতি ঘটেছে। আবার মে মাসের তুলনায় জুনে ২% বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। বর্তমানে সংস্থার ঝুলিতে ইলেকট্রিক ভেহিকেলের সম্ভার হিসেবে রয়েছে Tata Nexon EV, Tata Nexon EV Max, Tata Tigor EV। ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মোট ৯,২৮৩ জন গ্রাহক টাটার বৈদ্যুতিক গাড়ি বাড়ি নিয়ে এসেছেন। ২০২১-২২-এর ওই সময়ে যার সংখ্যা ছিল মাত্র ১,৭১৫।

আবার ২০২২-এর জুনে ভারতের বাজারে প্যাসেঞ্জার ও কমার্শিয়াল মিলিয়ে ৭৯,৬০৬টি গাড়ি বিক্রি করতে পেরেছে টাটা। গতবারে এর পরিমাণ ৪৩,৭০৪ থাকায় বিক্রিতে ৮২% বৃদ্ধি। ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম তিন মাসে টাটার মোট ২,২৫,৮২৮টি গাড়ি বিক্রি হয়েছে। ২০২১-২২ এর প্রথম ত্রৈমাসিকে যা ছিল ১,০৭,৭৮৬টি। প্রসঙ্গত, আজ থেকেই দেশজুড়ে টাটার বাণিজ্যিক গাড়ির দাম মডেল অনুযায়ী ১.৫ শতাংশ থেকে ২ শতাংশ বাড়ছে।

Tags:    

Similar News