ফের ক্র্যাশ টেস্টে সেরা টাটাদের গাড়ি, 5-স্টার সেফটি রেটিং পেয়ে কাঁপাল Nexon SUV

By :  SUMAN
Update: 2024-02-15 08:33 GMT

Tata Nexon facelift লঞ্চের পর থেকেই ভারতের এসইউভি (SUV) গাড়ির দুনিয়ায় নতুনভাবে উন্মাদনা জাগিয়েছে। যা গাড়িটিকে আরও একবার বেস্ট-সেলিং এসইউভি মডেলের তকমা পেতে সাহায্য করেছিল। এবারে মডেলটি সুরক্ষিত গাড়ি হিসেবে বিশ্বের দরবারে নিজেকে প্রমাণ করল। গ্লোবাল এনক্যাপের ক্র্যাশ টেস্টে ৫-স্টার রেটিং জিতে নিয়েছে এই সাব-ফোর মিটার কম্প্যাক্ট এসইউভি মডেলটি।

Tata Nexon facelift পেল ৫-স্টার রেটিং

Tata Nexon facelift প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ৩৪ পয়েন্টের মধ্যে ৩২.২২ এবং শিশু যাত্রীদের ক্ষেত্রে ৪৯-এর মধ্যে ৪৪.৫২ পেয়ে ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। জানিয়ে রাখি ২০১৮-তে নেক্সনের ফাস্ট জেনারেশন মডেলটি প্রথম ভারতীয় গাড়ি হিসেবে জিএনক্যাপ থেকে ফাইভ-স্টার রেটিং জিতে নিয়েছিল। প্রথম থেকেই এতে ছিল সাইড ইম্প্যাক্ট প্রোটেকশন ডোর।

চালক ও যাত্রীদের মাথা ও ঘাড়ের সুরক্ষা প্রদানেও Nexon facelift ভালো ফল করেছে। আবার চালক যাত্রীদের বুক ও পায়ের জন্যও গাড়িটি যথেষ্ট সুরক্ষিত। সামনে অথবা পাশের বড় অভিঘাত সহ্য করতে সক্ষম এটি। গ্লোবাল এনক্যাপ-এ পাঠানো নেক্সন এর মডেলটিতে ছিল ইএসসি এবং সিট বেল্ট রিমাইন্ডার।

গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে Tata Nexon facelift-এ উপস্থিত ছয়টি এয়ার ব্যাগ, একটি ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ISOFIX মাউন্ট, রিয়ার পার্কিং সেন্সর, টিল্ট ও কোলাপ্সিবল স্টিয়ারিং, সেন্ট্রাল লকিং এবং হিল হোল্ড কন্ট্রোল। এই প্রসঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস-এর মুখ্য পণ্য আধিকারিক মোহন সাভারকার বলেন, “দেশের প্রথম গাড়ি হিসেবে এটি GNCAP থেকে ফাইভ-স্টার রেটিং অর্জন করেছিল। এরপর থেকে আমাদের প্রতিটি গাড়ি ৫-স্টার পেয়ে চলেছে।”

Tags:    

Similar News