Tata Punch EV থেকে MG Comet, এ বছর বাজার কাঁপাতে আসছে এই দুই বৈদ্যুতিক গাড়ি
একদিকে যখন পেট্রোল-ডিজেলের দাম চারিদিকে আকাশছোঁয়া ঠিক তখনই বৈদ্যুতিক যানবাহনের বাজারও ব্যস্ত নিজের পায়ের তলার জমি শক্ত করতে। করোনা পরবর্তী সময় থেকেই এদেশের ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা প্রতি বছরই যেন লাফিয়ে বেড়ে চলেছে। এই ধারাকে অব্যাহত রাখতেই প্রতিনিয়ত দেখা মিলছে বিভিন্ন বেশি কিংবা বিদেশি ইভি নির্মাতার। গত বছরে মোট ১০ লক্ষ দুই চাকা, তিন চাকা এবং চার চাকা গাড়ি বিক্রি হয়েছে ভারতে।
২০২৩ এর শুরু থেকেই রনংদেহি মেজাজে আসর জমাতে একের পর এক লঞ্চ হয়েছে বিভিন্ন ইলেকট্রিক গাড়ি। এই সেগমেন্টে টাটা মোটরসের একচেটিয়া আধিপত্য থাকলেও তাতে আগামী দিনে চ্যালেঞ্জ জানাতে Maruti Suzuki, Hyundai, Mahindra, Toyota, Honda, Nissan এবং Renault এর মতো বিশ্বের প্রথম সারির গাড়ি নির্মাতারা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনে চলতি বছর লঞ্চ হতে চলা দুই মেজর বৈদ্যুতিক গাড়ি নিয়ে আলোচনা করা হল।
MG Comet
ইংল্যান্ডের গাড়ি নির্মাতা MG এর দ্বিতীয় ইভি হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে এটি। আগামী এপ্রিল মাসেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এমজি এর ব্যাটারি চালিত এই গাড়িটি। ইন্দোনেশিয়ায় বিক্রিত Wuling Air EV এর থেকে কিছু বৈশিষ্ট্য ও ডিজাইন নিয়ে তৈরি করা হয়েছে একে। ইলেকট্রিক স্কেটবোর্ড আর্কিটেকচারের উপর ভিত্তি করেই চার সিট এবং তিন দরজা যুক্ত কম্প্যাক্ট ইলেকট্রিক ভেহিকেল হিসেবে আত্মপ্রকাশ করবে MG Comet। গাড়িটির হুইল বেসের দৈর্ঘ্য ২০১০ মিমি এবং ডিজাইন খানিকটা বাক্সের মত।
MG Comet এর সমস্ত বৈশিষ্ট্যগুলি এখনও পর্যন্ত পর্দার আড়ালেই রেখেছে এই ব্রিটিশ সংস্থা। তবে এতে ২০-২৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক শক্তি ভান্ডার হিসাবে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। গাড়িটির সামনের এক্সেলের উপর অবস্থিত ইলেকট্রিক মোটরের থেকে আনুমানিক ৬৮ বিএইচপি শক্তি উৎপন্ন হবে বলেই মনে করা হচ্ছে। এমনকি ছোট আকারের এই ইলেকট্রিক গাড়িটি এক চার্জে প্রায় ৩০০ কিমি পর্যন্ত ছুটতে পারবে।
Tata Punch
মাইক্রো এসইউভি সেগমেন্টে লঞ্চ করা টাটা পাঞ্চ গাড়িটি অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে উৎসবের দিনগুলির কথা মাথায় রেখে পাঞ্চের বৈদ্যুতিক সংস্করণ আনতে পারে টাটা মোটরস। Alfa প্ল্যাটফর্মের উন্নত সংস্করণ সিগমা আর্কিটেকচারের উপরেই নির্ভর করে সংস্থার প্রথম গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করবে এই পাঞ্চ ইভি গাড়িটি।
টাটা পাঞ্চ গাড়িটির বৈদ্যুতিক ভার্সনে একটি পার্মানেন্ট ম্যাগনেট সিক্রোনাস মোটর লাগানো থাকবে। তাছাড়াও টাটা মোটরের জনপ্রিয় মডেল নেক্সন ইভি এর মতই একাধিক ব্যাটারি প্যাক এর অপশন পাবেন গ্রাহকরা। নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন থাকার সম্ভাবনাও রয়েছে। যেমন আলাদা রকমের রংয়ের সংযোজন, নতুন ধরনের ডিজাইন করা গ্রিল, উঁচু বাম্পার, নতুন চাকা থাকবে পাঞ্চ ইভিতে।