Tesla ভারতে প্রথম শোরুমের জন্য জায়গা খুঁজছে, কলকাতায় কি আসবে ইলন মাস্কের সংস্থা

By :  SUMAN
Update: 2024-04-15 12:28 GMT

দীর্ঘদিন সরকারপক্ষের সাথে কথাবার্তা চালাচালি পর এবারে অবশেষে ভারতে আসছে টেসলা (Tesla)। বর্তমানে তারা ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানার জন্য জমির খোঁজ চালাচ্ছে। এবার রয়টার্স সূত্রে খবর, ইলন মাস্কের (Elon Musk) সংস্থা নতুন দিল্লি এবং মুম্বাইতে এদেশে তাদের প্রথম শোরুমের জন্য জায়গা খোঁজ করছে।

ভারতে কারখানার পাশাপাশি শোরুমের জায়গা দেখছে টেসলা

নতুন দিল্লিতে শোরুম খোলার পরিকল্পনা করছে টেসলা। পাশাপাশি তাদের লক্ষ্য রয়েছে শিল্পনগরী মুম্বাইয়ের দিকেও। তবে কলকাতা, চেন্নাই, বা হায়দরাবাদের মতো শহরে তাদের এমন কোনও প্ল্যান আছে কিনা, তা অজানা। রয়টার্সের রিপোর্ট বলছে, টেসলার শোরুম তিন হাজার থেকে পাঁচ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হবে। এমনকি সেখানে সার্ভিস হাব থাকবে। প্রাথমিক পর্যায়ে এই দুটি শহরেই শোরুম খোলার চিন্তা-ভাবনা করছে ইলন মাস্কের সংস্থা।

মার্কিন সংস্থাটি একাধিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সাথে জোরকদমে কথাবার্তা চালাচ্ছে। তাদের লক্ষ্য জমজমাট এলাকা অথবা কোন শপিং মলের পার্শ্ববর্তী স্থান। চলতি বছরের মধ্যেই ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা কার্যকর করার পরিকল্পনা করেছে সংস্থা।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতের বৈদ্যুতিক গাড়ির ব্যবসা শুরুর প্রসঙ্গে অফিসিয়ালি কিছুই জানায়নি টেসলা। আলোচনার সবটাই জল্পনার উপর ভিত্তি করে। জল্পনা এও শোনা যাচ্ছে যে, ভারতের সংস্থা সর্বপ্রথম তাদের Model 3 গাড়িটি ল্যান্ড করবে। এটি তাদের সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি। আমেরিকার বাজারে মডেলটির দাম 39,000 ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 32.50 লাখ টাকা।

Tags:    

Similar News