এই মাসে ভারতে আসবেন এলন মাস্ক, টাটার সঙ্গে হাত মিলিয়ে গাড়ি বানাতে পারে Tesla!
ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) বৈদ্যুতিক গাড়ির বিশ্বখ্যাত কোম্পানি টেসলা (Tesla) ভারতে ব্যবসা শুরু করতে চলেছে। এমতাবস্থায় মার্কিন অটোমোবাইল জায়েন্টটি দেশের কোন সংস্থার থেকে বৈদ্যুতিক গাড়ি তৈরির সরঞ্জাম কিনবে, সেই নিয়ে জল্পনা দানা বেঁধেছে। এও শোনা যাচ্ছে, ভারতের টাটা গোষ্ঠী'র (Tata Group) থেকে সেমিকন্ডাক্টর চিপ কেনার জন্য চুক্তিবদ্ধ হতে পারে দুই কোম্পানি।
টাটা গোষ্ঠীর সাথে জোট বাঁধতে পারে Tesla
ইকোনমিক টাইমস-এর রিপোর্টে বলা হয়েছে টাটা ইলেকট্রনিক্স-এর সাথে কৌশলগত অংশীদারিত্বের জন্য হাত বাড়িয়েছে টেসলা। সমগ্র বিশ্বের গাড়ি তৈরির জন্য টাটার বানানো সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার করবে তারা। প্রতিবেদনে দাবি, গত কয়েক মাস আগেই চুপিচুপি দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
যদিও, এখনও পর্যন্ত টেসলা বা টাটা ইলেকট্রনিক্স কোনও কোম্পানির তরফেই এ বিষয়ে অফিসিয়ালি কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতীয় গাড়ি শিল্পে কান পাতলে এই নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকের ধারণা, গাড়ির দুনিয়ায় ভারতকে গুরুত্ব দিয়েই টেসলার অই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
কোন একটি নির্দিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল না থেকে, স্থানীয় সংস্থার থেকে কম্পোনেন্ট সংগ্রহের মাধ্যমে জোগান-শৃঙ্খল ঠিকঠাক রাখার ক্ষেত্রে টেসলার এটি একটি অন্যতম প্রয়াস। বিশ্বের মধ্যে অন্যতম দ্রুতগতিতে বর্ধনশীল গাড়ির বাজার ভারতে ব্যবসায় উৎসাহ দেখিয়েছে টেসলা। চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মিলন মাস্কের হতে চলা বৈঠক সে বিষয়ে সাক্ষ্য বহন করে। যদিও বৈঠকে আলোচ্য বিষয়বস্তু এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, ভারতে গাড়ি ব্যবসার জন্য 200 থেকে 300 কোটি ডলার বিনিয়োগের কথা ঘোষণা করবে ইলন মাস্কের সংস্থা।