Tata, Hyundai-দের ত্রিসীমানায় ঘেঁষতে দিল না, মারুতিকে ফের ভারতসেরা করল যে তিন গাড়ি
প্রতিবারের মতো নভেম্বরেও ভারতে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ির তালিকায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। প্রথম দশটি বেস্ট সেলিং মডেলের মধ্যে সাতটিই হল ইন্দো-জাপানি সংস্থার। কিন্তু আশ্চর্যের বিষয় মারুতির প্রথম তিনটি সর্বাধিক বিক্রিত গাড়ি এন্ট্রি-লেভেল হলেও, WagonR তালিকায় জায়গা করতে পারেনি। আসুন গত মাসে মারুতি সুজুকির সর্বাধিক বিক্রিত তিনটি গাড়ি সম্পর্কে এক নজরে জেনে নিই।
Maruti Suzuki Swift
মারুতির তৃতীয় সর্বাধিক বিক্রিত মডেল হিসেবে Swift আত্মপ্রকাশ করেছে। গত মাসে মোট ১৫,১৫৩ জন ভারতীয় গাড়িটি বাড়ি নিয়ে এসেছেন। আগের বছর ওই সময়ে এই হ্যাচব্যাক মডেলটির বেচাকেনার পরিমাণ ছিল ১৪,৫৬৮ ইউনিট। ফলে আগেরবারের চাইতে গত মাসে সুইফ্টের বিক্রি ৪% বাড়তে দেখা গেছে। এতে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন অফার করা হয়। ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ারবক্স বিকল্পে বেছে নেওয়া যায় গাড়িটি। এছাড়া এটি সিএনজি ভার্সানেও উপলব্ধ।
Maruti Suzuki Alto
বর্তমানে মারুতির সর্বাধিক বিক্রিত মডেলগুলির মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী হল Alto। গত মাসে মোট ১৫,৬৬৩ জন নতুন ক্রেতার হদিশ পেয়েছে এটি। ২০২১-এর নভেম্বরে সংস্থার সবচেয়ে সস্তার মডেলের বেচাকেনা হয়েছিল ১৩,৮১২ ইউনিট। ফলে ইয়ার-অন-ইয়ার গ্রোথ রেট ১৩ শতাংশ। মারুতি সুজুকি অল্টো-তে রয়েছে একটি ৮০০ সিসি পেট্রোল ইঞ্জিন। এবং Alto K10-এ উপলব্ধ একটি ১.০ লিটার কে-সিরিজ ইঞ্জিন। এটি সিএনজি বিকল্পেও বেছে নেওয়া যায়।
Maruti Suzuki Baleno
এ বছর নভেম্বরে মারুতি সুজুকির চিরাচরিত বিক্রির তালিকার অদলবদল ঘটিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno। গত মাসে মোট ২০,৯৪৫ ইউনিট ব্যালেনো বিক্রি করতে পেরেছে সংস্থা। আগের বছর যেখানে বেচাকেনার পরিমাণ ছিল ৯,৯৩১ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ১১১ শতাংশ উন্নতি ঘটেছে। এতে রয়েছে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। আবার সিএনজি ভার্সনেও উপলব্ধ গাড়িটি।