বৃষ্টিতে ভিজে কেন কষ্ট করছেন, পাঁচ লাখের মধ্যেই সেরা গাড়ি দিচ্ছে এই দুই কোম্পানি

By :  SUMAN
Update: 2024-07-26 07:21 GMT

কাঠফাটা উষ্ণতার দিনকে পিছনে ফেলে স্বস্তি দিয়ে আগমন ঘটেছে বর্ষাকালের। তবে গরম থেকে রেহাই পাওয়া গেলেও, এই সময় সবচেয়ে বেশি সমস্যা হয় যাতায়াতে। বাইক থাকলেও বৃষ্টির দিনে যেমন জলে ভিজে স্নান করে যেমন বাড়ি ফিরতে হয়, তেমনই বাস-অটোতে ওঠাও ঝামেলার। তাই বর্ষার মরসুমে চার চাকা গাড়ি কেনার ইচ্ছা জাগে। কিন্তু নতুন গাড়ি মানেই একগাদা টাকা খরচ ভেবে পিছিয়ে যেতে হয়। তবে বাজেট কম থাকলেও এখন চিন্তা নেই। কারণ পাঁচ লাখের মধ্যেই আপনি পেয়ে যাবেন সেরা গাড়ি।

মারুতি সুজুকি অল্টো কে১০

অল্টো মারুতি সুজুকির অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক। এটি বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা চার চাকা। অল্টো ৮০০-এর বিক্রি বন্ধ করে দিয়ে বর্তমানে অল্টো কে১০ সংস্করণটি বিক্রি করছে সংস্থা। গাড়িটির দাম ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।। এতে রয়েছে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন, যা ৬৭ পিএস শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে পাঁচ গতির ম্যানুয়াল গিয়ারবক্স উপলব্ধ।

মারুতি সুজুকি এস-প্রেসো

মারুতির আরেকটি জনপ্রিয় ছোট গাড়ির নাম হল এস-প্রেসো। অনেকটা মিনি এসইউভি ডিজাইনের এই গাড়ির দাম বর্তমানে ৪.২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এই মডেলেও অল্টো কে১০-এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্ট ইনফোটেনমেন্ট সিস্টেম, অটো গিয়ার শিফট, ক্র্যাশ সেন্সর, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ, প্রভৃতি।

রেনো কুইড

মধ্যবিত্তের জন্য একটি আদর্শ গাড়ি হল রেনো কুইড। অল্টোর বিকল্প হিসাবে এই মডেলটি কেনা যেতে পারে। এটি ভারতে ৪.৬৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হচ্ছে। এটির ৯৯৯ সিসি পেট্রল ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৬৮ পিএস শক্তি এবং ৯১ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে অটোমেটিক এবং ম্যানুয়াল ট্রান্সমিশন অপশন। কুইডের ফিচার্স লিস্টে রয়েছে পাওয়ার স্টিয়ারিং, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, এয়ার কন্ডিশনার, ড্রাইভার এয়ারব্যাগ, প্যাসেঞ্জার এয়ারব্যাগ, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, ইত্যাদি।

Tags:    

Similar News