রোদে পুড়ে জলে ভিজে কেন কষ্ট করবেন? 5 লাখের মধ্যেই যখন পাচ্ছেন এই 3 গাড়ি

By :  SUMAN
Update: 2024-06-29 12:18 GMT

কাঠফাটা গরমের দিন পেরিয়ে এবার বর্ষা আসন্ন। বৃষ্টির দিনে সবচেয়ে বেশি সমস্যা যাতায়াতে। বাইক থাকলে ভিজে স্নান করে যেমন বাড়ি ফিরতে হয়। তেমনই বর্ষায় গণপরিবহন ব্যবহারও ঝামেলার। তাই অনেকেই এই সময় চার চাকা গাড়ি কিনতে চান। যাদের বাজেট কম তাদের জন্য এই প্রতিবেদনে পাঁচ লাখের মধ্যে তিন সেরা গাড়ির খোঁজ রইল।

মারুতি সুজুকি অল্টো কে১০

অল্টো হচ্ছে ভারতের বাজারে অন্যতম বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। এটি দেশের সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি। গত বছর অল্টো ৮০০-এর বিক্রি বন্ধ করে দিয়েছে মারুতি সুজুকি। বর্তমানে এর পরিবর্তে অল্টো কে১০ বিক্রি করে সংস্থা। এই গাড়ির দাম ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন। যার আউটপুট ৬৭ পিএস এবং ৮৯ এনএম। এতে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অফার করা হয়।

মারুতি সুজুকি এস-প্রেসো

মারুতির অন্যতম সস্তার গাড়ি হচ্ছে এস-প্রেসো। মিনি এসইউভি লুকের এই গাড়ি কিনতে কিনতে খরচ পড়ে ৪.২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই মডেলেও অল্টো কে১০-এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটির কেবলমাত্র বেস ভ্যারিয়েন্টে ম্যানুয়াল ট্রান্সমিশন উপস্থিত।

রেনো কুইড

রেনো কুইডের দাম উপরিউক্ত দুটি মডেলের তুলনায় বেশি হলেও, কেনার খরচ ৫ লাখের কম। এটি বাজারে ৪.৬৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হয়। এতে উপস্থিত ০.৮ লিটার ও ১.০ লিটার ইঞ্জিন। গত বছর ছোট ইঞ্জিনের বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিম থেকে সর্বোচ্চ ৬৮ পিএস শক্তি এবং ৯১ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

Tags:    

Similar News