নয়া ইঞ্জিন ও আধুনিক ফিচার্সের কামাল দেখবে দুনিয়া, Royal Enfield আনছে তিন নতুন বাইক

By :  SUMAN
Update: 2023-05-01 11:06 GMT

নতুন ৩৫০-৪৫০ সিসি মোটরসাইকেল বাজারে হাজির করার কর্মযজ্ঞে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ব্যস্ততা তুঙ্গে। এবছরই চেন্নাইয়ের সংস্থাটি উক্ত সেগমেন্টে কমপক্ষে তিনটি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। তিনটিই একে অপরের থেকে স্টাইলিংয়ের দিক থেকে পৃথক। যেগুলি সম্পর্কে জানলে, মনে যে কেনার ইচ্ছে জাগবে, তা হলফ করে বলা যায়। আসুন রয়্যাল এনফিল্ডের আসন্ন তিনটি বাইক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Royal Enfield Classic 350 Bobber

রয়্যাল এনফিল্ড বর্তমানে Classic 350-এর একটি সিঙ্গেল সিটার মোটরবাইক তৈরির কাজ চালাচ্ছে। যেটি হবে ববার মডেল। ইতিমধ্যেই এর টেস্টিং শুরু করেছে সংস্থা। ভিন্টেজ লুক দিতে বাইকটিতে থাকছে হোয়াইট ওয়াল টায়ার। সেজন্য হ্যান্ডেলবারের অবস্থান খানিকটা উঁচু করা হয়েছে। নতুন কালার স্কিম এবং গ্রাফিক্স সমেত বাজারে হাজির হবে Classic 350 Bobber।

মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে একটি ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার এবং অয়েল কুল্ড OHC ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যাবে। এর সাথে থাকছে একটি ৫-স্পিড গিয়ারবক্স। ক্যান্টিলিভার সিটিং এবং উন্মুক্ত রিয়ার ফেন্ডর বাইকটিকে Jawa 42 Bobber ও Jawa Perak-এর প্রতিপক্ষে পরিণত করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি ভারতের বাজারে পা রাখবে।

নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350

রয়্যাল এনফিল্ডের থেকে বহু প্রত্যাশিত লঞ্চ হিসেবে এ বছর বাজারে হাজির হতে চলেছে নতুন প্রজন্মের Bullet 350। চরম সাফল্য বজায় রেখে এটি দীর্ঘদিন এন্ট্রি লেভেল মডেলের তকমা ধরে রেখেছিল। নতুন ভার্সনের ক্ষেত্রেও যার নড়চড় হবে না বলেই অনুমান। গত বছর থেকে টেস্টিং চালানোকালীন বাইকটির একাধিকবার দর্শন মিলেছে।

নয়া Royal Enfield Bullet 350-তে থাকছে একটি নতুন ডবল ক্র্যাডেল চ্যাসিস এবং ৩৪৯ সিসি ইঞ্জিন। যা Classic 350 ও Meteor 350-তে ব্যবহার করা হয়েছে। দামে দিক থেকে বাইকটি Hunter 350-কেও পরাস্ত করবে। এটি Classic-এর স্ট্রিপড-ডাউন ভার্সন হিসেবে আসতে পারে।

Royal Enfield Himalayan 450

এবছরের দ্বিতীয়ার্ধে Royal Enfield Himalayan 450 বাজারে লঞ্চ হতে পারে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে। ৪৫০ সিসি সেগমেন্টে এটিই সংস্থার প্রথম মোটরসাইকেল হিসেবে বাজারে আসছে। ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার মডেলটি বর্তমানে বাজার চলতি Himalayan 411-এর বড় ভার্সন। যাতে থাকছে একটি নতুন ৪৫০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন।

ভারতের বাজারে মোটরসাইকেলটি KTM 390 Adventure, BMW G310 GS ও আরও অন্যান্য মডেলের সাথে প্রতিযোগিতায় সামিল হবে। বৈশিষ্ট্যের মধ্যে এতে থাকছে ডিজিটাল ক্লাস্টার, এলইডি লাইটিং, ইউএসডি ফ্রন্ট ফর্ক, অফসেট মোনোশক রিয়ার সাসপেনশন, একটি নতুন ফ্রেম, ডুয়েল চ্যানেল এবিএস (সম্ভবত সুইচেবল এবিএস) এবং ট্রিপার নেভিগেশন।

Tags:    

Similar News