Chetak বিক্রি হচ্ছে রমরমিয়ে, বাইকের পর ই-স্কুটারের জগতেও অওকাত দেখাচ্ছে Bajaj

By :  SUMAN
Update: 2023-11-25 10:25 GMT

পুজোর মাস অর্থাৎ অক্টোবরে দেশে দু'চাকা গাড়ির বিক্রি বেড়েছে ২০ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় চাহিদা বৃদ্ধি হতে দেখেছে প্রায় সকল টু-হুইলার ব্র্যান্ডই। ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রেও তার ব্যতীক্রম নেই। ই-স্কুটার মার্কেটে এক সময় স্টার্টআপ সংস্থাদের দাপট থাকলেও ট্র্যাডিশনাল অটোমেকাররা ইদানিং বিক্রির ব্যবধান কমিয়ে আনছে। চলুন দেখে নিই, অক্টোবরে ইভি টু-হুইলার বিক্রিতে প্রথম পাঁচে কারা জায়গা করে নিয়েছে।

Ola Electric

বর্তমানে ভারতের ইলেকট্রিক টু হুইলার বাজারে নেতৃত্ব দিচ্ছে ওলা। অক্টোবর মাসে তাদের ২২,২৮৪টি ই-স্কুটার বিক্রি হয়েছে। যেখানে এক মাস আগে ১৮,৬৯১ ইউনিট বেচেছিল ওলা। তাই এ বছর সেপ্টেম্বরের তুলনায় বিক্রিতে ১৯.২% অগ্রগতি ঘটতে দেখা গেছে।

TVS

Ola-র মূল প্রতিপক্ষ টিভিএস আগের মাসে ১৫,৬০৩ সংখ্যক ইলেকট্রিক স্কুটার বিক্রির ফলে লিস্টে দ্বিতীয় স্থান দখল করেছে। বর্তমানে সংস্থার পোর্টফোলিওতে iQube মডেলটি আছে। ২০২৩-এর সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ১৫,৫৮৪ ইউনিট। ফলে এক মাসের ব্যবধানে বেচাকেনা বেড়েছে ০.১%।

Bajaj

সবাইকে অবাক করে বাজাজের নাম তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। অক্টোবর মাসে ৮,৪৩০টি Chetak ইলেকট্রিক স্কুটার বিক্রি করতে পেরেছে সংস্থাটি। যেখানে ২০২৩-এর সেপ্টেম্বরে বিক্রির অঙ্ক ছিল ৭,০৯৭ ইউনিট। ফলে সেপ্টেম্বরের থেকে অক্টোবরে চাহিদায় উত্থান ঘটেছে ১৮.৭%।

Ather

দেশের অন্যতম সফল ইভি স্টার্টআপের মধ্যে অন্যতম হচ্ছে এথার এনার্জি। গত মাসে ৮,০২৭টি বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে বেস্ট সেলিং ব্র্যান্ডের তালিকার চতুর্থ স্থান দখল করেছে তারা। এক মাস আগে ৭,১৫১টি ই-স্কুটার বেচেছিল বেঙ্গালুরুর এই সংস্থা ইউনিট টু হুইলার। ফলে অক্টোবরে বিক্রিতে বৃদ্ধি ঘটেছে ১২.২%।

Greaves

সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটার সংস্থার তালিকার পঞ্চম স্থান দখল করেছে গ্রীভস। তাদের Ampere ব্র্যান্ডের ৪,০১৯ ইউনিট ইলেকট্রিক স্কুটার গত মাসে বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, একমাস আগে বিক্রি হয়েছিল ৩,৬১২ ইউনিট । ফলে বিক্রিতে ১১.২% বৃদ্ধির সাক্ষী থেকেছে তারা।

Tags:    

Similar News