Top 5 Electric Car: এই বছরের 5 সেরা বৈদ্যুতিক গাড়ি, রূপে-গুণে সাড়া ফেলেছে

By :  SUMAN
Update: 2023-12-30 09:30 GMT

সমগ্র বিশ্বের পাশাপাশি ভারতও পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদী পরিবহণ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। এদেশে ক্রমেই বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়তে দেখা যাচ্ছে। ফলে বিভিন্ন কোম্পানি লঞ্চ করছে দারুন সব মডেল। এ বছরও একাধিক ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে হাজির হয়েছে। বলা বাহুল্য, এগুলি বায়ুদূষণ কমাতে সাহায্য করেছে। ২০২৩-এর শেষলগ্নে এসে এ বছর ভারতে লঞ্চ হওয়া সেরা পাঁচটি ইভি মডেলের তালিকা রইল এই প্রতিবেদনে।

Lotus Eletre

গত মাসে ব্রিটেনের সংস্থা লোটাস ভারতে তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি Eletre-র হাত ধরে পদার্পণ করেছে। ভারতে গাড়িটির এক্স-শোরুম মূল্য ২.৫৫ কোটি টাকা ধার্য করা হয়েছে। গাড়িটি দুই ধরনের পাওয়ারট্রেন বিকল্পে এসেছে। একটির আউটপুট ৬০৩ বিএইচপি এবং ৭১০ এনএম এবং দ্বিতীয়টি থেকে ৯০৫ বিএইচপি এবং ৯৮৫ এনএম টর্ক উৎপন্ন হয়। রেঞ্জ যথাক্রমে ৬০০ কিলোমিটার এবং ৪৯০ কিলোমিটার।

Hyundai Ioniq 5

Hyundai Ioniq 5 গত বছর ভারতে উন্মোচিত হলেও লঞ্চ হয়েছে এ বছর। ২০২৩ সালে দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি হিসাবে লঞ্চ হয়েছে এটি। মডার্ন রেট্রো ক্লাসিক লুকের ইভি মডেলটির দাম ৪৪.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। জানিয়ে রাখি,  ‘গ্রীন কার অব দ্য ইয়ার ২০২৪’ খেতাব জিতে নিয়েছে এটি।

Tata Nexon EV

২০২৩ সালে দ্বিতীয়ার্ধে টাটা মোটরস তাদের Nexon SUV-র ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছিল। একই সাথে নতুন প্রজন্মের Nexon.ev এনেছিল কোম্পানি। গাড়িটির এক্স-শোরুম মূল্য ১৪.৭৪ লক্ষ টাকা থেকে শুরু।

MG Comet

MG Motor India এ বছর এপ্রিলে তাদের মাইক্রো ইভি Comet লঞ্চ করেছে। বর্তমানে ভারতের সবচেয়ে বৈদ্যুতিক গাড়ি এটি। Comet EV-এর দাম ৭.৯৮ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। গাড়িটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Tiago.ev ও Citroen E-C3।

Citroen E-C3

মধ্যবিত্তের বৈদ্যুতিক গাড়ির সাধ পূরণ করতে ফরাসি অটোমেকার সিট্রোয়েন এ বছর ফেব্রুয়ারিতে E-C3 লঞ্চ করেছে। মূল্য ১১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এতে ২৯.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে, যা ফুল চার্জে ৩২০ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি করেছে সিট্রোয়েন।

Tags:    

Similar News