ইলেকট্রিক স্কুটার থেকে নতুন বাইক, Honda-র হাত ধরে দেশে লঞ্চ হবে হাফ ডজন টু-হুইলার

By :  SUMAN
Update: 2023-05-30 08:23 GMT

বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থা হিসেবে পরিচয় তৈরি করেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। দীর্ঘদিনের প্রতিপত্তি বজায় রাখতে জাপানি সংস্থাটি এদেশে আরও একাধিক নতুন মডেল লঞ্চের জন্য কোমর বেঁধেছে। সম্প্রতি ভারতে তাদের নতুন লঞ্চ হিসাবে এসেছে Activa H-Smart ও Shine 100। এ বছর সংস্থাটি আরও ছয়টি নয়া টু-হুইলার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে বৈদ্যুতিক থেকে আইসিই – উভয়প্রকার মডেল রয়েছে। সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল।

Honda Dio H-Smart

বর্তমানে হোন্ডা তাদের Dio স্কুটারটির হাই-টেক ভার্সন H-Smart ভার্সন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যা একঝাঁক অত্যাধুনিক বৈশিষ্ট্য নিয়ে আসবে। সাধারণ মডেলের মতো নতুন ভার্সনে শক্তি জোগাতে থাকছে একটি ১২৫ সিসি ইঞ্জিন। যা থেকে ৮.৩০ বিএইচপি শক্তি এবং ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। এটির স্মার্ট ফিচারের তালিকায় থাকবে কিলেস লক/আনলক, স্মার্ট ফাইন্ড, স্মার্টসেফ ইত্যাদি।

নতুন 160cc মোটরসাইকেল

হোন্ডার আসন্ন ১৬০ সিসি মোটরসাইকেলের সম্পর্কে তেমনভাবে কোন তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্র মারফত কেবল জানা গিয়েছে, এতে Unicorn ও XBlade রেঞ্জের ইঞ্জিন ব্যবহার করা হবে। যার আউটপুট ১৩.৬ বিএইচপি এবং ১৪.৭ এনএম।

নতুন 350cc ক্রুজার

হোন্ডার আসন্ন মোটরসাইকেলের তালিকায় রয়েছে একটি নতুন ৩৫০ সিসি ক্রুজার মডেল। শীঘ্রই লঞ্চ হতে চলা বাইকটি H'ness CB350-এর উপর ভিত্তি করে আসবে। লঞ্চের হলে এর প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Royal Enfield Meteor 350। এর ৩৫০ সিসি ইঞ্জিন থেকে ২০.৭৮ বিএইচপি শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে।

Honda CL300 Scram

হোন্ডা সম্প্রতি ভারতে CL300 Scram এর ডিজাইন পেটেন্ট দায়ের করেছে। যা এদেশে বাইকটির শীঘ্রই লঞ্চকে ইঙ্গিত করে। এতে ব্যবহার করা হবে একটি ২৮৬ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ২৬ বিএইচপি শক্তি এবং ২৭.৫ এনএম টর্ক উৎপাদিত হবে। বর্তমানে এই ইঞ্জিনটি CB300R-কে শক্তি জোগায়। যদিও CL300 Scram-এর লঞ্চ প্রসঙ্গে হোন্ডার তরফে এখনও কোনো নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি।

Honda-র দুটি নতুন ইলেকট্রিক স্কুটার

২০২৪-এ হোন্ডা ভারতের বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হতে পারে। প্রথম মডেলটি হতে পারে তাদের Activa-র ইলেকট্রিক ভার্সন। এটি সংস্থার নতুন ইভি ভিত্তিক প্ল্যাটফর্ম ‘E’-এর উপর নির্ভর করে আসবে। রিপোর্টের দাবি অনুযায়ী, এতে থাকবে একটি ফিক্সড ব্যাটারি। যেখানে দ্বিতীয় স্কুটারে থাকবে একটি সোয়াপেবল ব্যাটারি।

Tags:    

Similar News