Maruti Upcoming Cars: মারুতি বাজার কাঁপাতে আনছে এই 5 গাড়ি, রইল তালিকা
ভারতের প্যাসেঞ্জার ভেহিকেলের বৃহত্তম সংস্থা হিসেবে মারুতি সুজুকি (Maruti Suzuki) নিজেদের পোর্টফলিও সম্প্রসারণে ব্রতী হয়েছে। আগামী এক দু’বছরের মধ্যে একাধিক মডেল লঞ্চ করে ক্রেতাদের উদ্দীপনা কয়েক গুণ বাড়াতে চলেছে তারা। এদিকে আজই ভারতের বাজারে মারুতি তাদের নতুন এমপিভি মডেল ইনভিক্টো (Invicto) লঞ্চ করবে। পরবর্তীতে আরও চারটি নতুন গাড়ি আনার প্রস্তুতি চালাচ্ছে ইন্দো-জাপানি সংস্থাটি। আসন্ন পাঁচটি গাড়ির তালিকায় রয়েছে দুটি এসইউভি এবং একটি বৈদ্যুতিক মডেল। আসুন সেগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Maruti Suzuki Invicto
আজ এ দেশে মারুতির নতুন প্রিমিয়াম এমপিভি Invicto লঞ্চ হবে। গাড়িটি কেবলমাত্র ২.০ লিটার স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিনে আসবে। এটি আদতে Toyota Innova Hycross-এর রিব্যাজ ভার্সন। তবে এর সাথে মারুতির মডেলেটির ডিজাইনে সামান্য হেরফের নজরে পড়বে। কেবিনে ব্ল্যাক থিম এবং Innova Hycross-এর প্রায় সমান ফিচার সহ আজ হাজির হবে Maruti Suzuki Invicto।
নতুন প্রজন্মের Maruti Suzuki Swift
সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, Maruti Suzuki Swift-এর নতুন প্রজন্মের মডেল এ বছরের শেষের দিকে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। বাহির এবং অন্দরমহলে পুরোদস্তুর নতুন যন্ত্রাংশ সমেত হাজির হবে এটি। এগিয়ে চলার শক্তি জোগাতে গাড়িটিতে একটি নতুন ১.২ লিটার স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে।
নতুন প্রজন্মের Maruti Suzuki Dzire
হ্যাচব্যাক সহোদরের মতো চতুর্থ প্রজন্মের Maruti Suzuki Dzire-এ যোগ হতে চলেছে স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন। উভয় মডেল থেকেই ৩৫-৪০ কিলোমিটার/লিটার মাইলেজ মিলবে বলে দাবি করা হয়েছে। Dzire-এর নয়া মডেলটি ২০২৪-এর দ্বিতীয়ার্ধে বাজারে আনা হবে বলে খবর। নতুন প্রজন্মের Honda Amaze-এর সাথে টক্কর চালাবে গাড়িটি।
Maruti Suzuki eVX
এ বছর অটো এক্সপো-তে প্রদর্শিত মারুতির বৈদ্যুতিক মডেল eVX কনসেপ্টটি ২০২৪-এর শেষাংশে হাজির করা হবে। ইউরোপের রাস্তায় ইতিমধ্যেই গাড়িটির টেস্টিং শুরু হয়েছে। ফুল চার্জে এর টপ-ভ্যারিয়েন্ট থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ মিলতে পারে। একটি আলাদা স্কেটবোর্ড প্ল্যাটফর্মের ওপর ভর করে আসবে গাড়িটি। এদেশে এটি ২০২৫ এর শুরুতে লঞ্চ করা হবে।
7-Seater Maruti Suzuki Grand Vitara
Grand Vitara-এর তিন সারির সিট বিশিষ্ট নতুন ভার্সন টি চলতি দশকের মাঝামাঝি সময়ে হাজির করবে মারুতি সুজুকি। বাজারে গাড়িটির প্রতিদ্বন্দ্বী মডেল হিসাবে রয়েছে – আসন্ন Citroen C3 Aircross 7-seater, MG Hector Plus, Tata Safari ও Hyundai Alcazar। গাড়িটি বিদ্যমান ১.৫ লিটার মিল্ড হাইব্রিড পেট্রোল এবং ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিনে হাজির হবে বলে আশা করা হচ্ছে।