স্পোর্টি লুক সহ Triumph Speed Twin 900 এর 2025 মডেল ভারতে আসছে, কিনবেন নাকি

Update: 2024-12-21 09:50 GMT

Triumph শীঘ্রই ভারতে Speed Twin 900 এর 2025 ভার্সন লঞ্চ করতে চলেছে। এই মোটরসাইকেলটি চলতি বছরের অক্টোবরে আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে। এতে বেশ কয়েকটি আপডেট দেখা যাবে, যা ভারতীয় ভার্সনেও অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের অনুমান। ট্রায়াম্ফ মোটরসাইকেলটির ডিজাইনেও পরিবর্তন এনেছে যাতে এটি স্পোর্টি দেখায়।

Triumph Speed Twin 900 এর 2025 মডেলে নতুন আকর্ষণীয় দেখতে এলইডি হেডল্যাম্প, ছোট ফেন্ডার এবং এক্সহস্ট পাইপ এবং টুইকড ইঞ্জিন কেসিং উপস্থিত। কালার প্যালেটে আছে পিওর হোয়াইট এবং অ্যালুমিনিয়াম সিলভার উইথ ফ্যান্টম ব্ল্যাক, ব্লু এবং অরেঞ্জ স্ট্রাইপস। আবার এতে 320 মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

এছাড়াও এই মোটরসাইকেলে থাকছে নতুন টিএফটি ডিসপ্লে, লিন-সেনসিটিভ এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল। সিটের উচ্চতা 765 মিমি থেকে বাড়িয়ে 780 মিমি করা হয়েছে। এর সাথে অপশনাল 760 মিমি সিটও পাওয়া যাবে। বাইকের ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই এটি 900 সিসি, লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইউনিট দ্বারা চলবে, যা 65 বিএইচপি এবং 80 এনএম পিক টর্ক উৎপন্ন করবে।

ট্রায়াম্ফ স্পিড টুইন 900 এর বর্তমান ভার্সনের দাম 8.79 লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলের দাম এর থেকে বেশি হবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে, 2025 ভার্সনের দাম 30 হাজার টাকা থেকে 50 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।

Tags:    

Similar News