TVS Apache RTX 300: রয়্যাল এনফিল্ডের দিন শেষ! ঝড় তুলতে আসছে TVS Apache Adventure, রইল বাইকের প্রথম ছবি
বাইক চাপলেই শিরায় শিরায় বইবে অ্যাডভেঞ্চারের নেশা। দেশে অফ-রোডিং বাইকের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। চমক দিতে TVS আনছে নতুন মোটরসাইকেল।
নতুন বাইকের পরীক্ষা শুরু করল TVS। এটি একটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হতে চলেছে বলে জানা গিয়েছে। ৩০০ সিসি সেগমেন্টে এটি লঞ্চ করতে পারে। পরীক্ষার সময়, সম্প্রতি বাইক-প্রেমীদের চিহ্নিত করা হয়েছে। শোনা যাচ্ছে, নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির নাম হতে পারে TVS Apache RTX 300।
সূত্রের দাবি, এটি একটি রোড ভিত্তিক অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল হতে পারে। সীমিত অফ-রোডিং দক্ষতা পাওয়া যাবে। এর মানে এটি আপনি শহরের রাস্তায় নিত্য যাতায়াতের জন্যও ব্যবহার করতে পারবেন। ১৯/১৭ ইঞ্চি চাকার আয়তন থাকবে বাইকে। এছাড়া, অফ-রোডিংয়ের জন্য আলাদা ২১/১৭ ইঞ্চি চাকার ভ্যারিয়েন্টও আনতে পারে কোম্পানি।
ডিজাইনের ক্ষেত্রে, এটি খাঁটি অ্যাডভেঞ্চার লুকের সঙ্গে আসতে চলেছে বলে জানা গিয়েছে। থাকবে সেমি-ফেয়ারিং, লম্বা উইন্ডস্ক্রিন, বড় ফুয়েল ট্যাংক, স্প্লিট সিট এবং স্লিক টেল সেকশন। মিলতে পারে USD বা আপসাইড ডাইন ফ্রন্ট ফর্ক এবং মনোশক সাসপেনশন। এছাড়াও, ব্রেকিংয়ের জন্য ডুয়াল চ্যানেল ABS প্রত্যাশিত।
ইঞ্জিনের ক্ষেত্রে এখনও অবধি যা জানা গিয়েছে তা হল, বাইকটি ২৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিনের সঙ্গে লঞ্চ হতে পারে। এই ইঞ্জিন সর্বাধিক ৩৫ হর্সপাওয়ার এবং ২৮.৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ারবক্স।
ফিচারের ক্ষেত্রে LED লাইটিং, সুইচেবেল ABS, একাধিক রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি সুবিধা থাকতে পারে। এই ৩০০ সিসি অ্যাডভেঞ্চার বাইকটি ডেভেলপমেন্ট ও টেস্টিংয়ের অন্তিম পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে TVS Apache RTX 300। তারপর লঞ্চ হবে এটির অফ-রোড ভার্সন।