বাইকের নানা সমস্যা মেটাতে এগিয়ে এল TVS, ভাইব্রেশন হবে কম, রাইড আরও আরামদায়ক
ভারতে মোটরসাইকেলের বাজারে TVS Apache RTR 310 একটি অন্যতম জনপ্রিয় মডেল। এটি টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) তাদের ফ্ল্যাগশিপ স্ট্রিটফাইটার মডেল হিসেবে লঞ্চ করেছিল। কিন্তু অতিরিক্ত ভাইব্রেশন ও থ্রটেল ল্যাগের কারণে ব্যবহারকারীদের সমস্যায় পড়তে হয়েছিল। তাই সমাধান হিসাবে টিভিএস তাদের এই বাইকে সম্প্রতি একগুচ্ছ আপডেট নিয়ে এসেছে বলে জানা গিয়েছে। উন্নত রাইডিংয়ের অভিজ্ঞতা দিতে সংস্থা ‘কেয়ারক্রাফ্ট ক্যাম্প’-এর মাধ্যমে স্পেশাল সার্ভিস দেওয়ার উদ্যোগ নিয়েছে। এখানে নতুন আপডেটগুলি যোগ করা হবে।
Apache RTR 310-এ একগুচ্ছ আপডেট দিচ্ছে TVS
এক রিপোর্টে দাবি, কেয়ারক্রাফ্ট ক্যাম্প চলাকালীন টিভিএস তাদের Apache RTR 310-এর জন্য একাধিক আপডেট নিয়ে হাজির হয়েছে। যার মধ্যে অন্যতম সিটের কুশন এবং ফুয়েল ট্যাঙ্কের ফোম পরিবর্তন। এতে ভাইব্রেশন কমার পাশাপাশি অধিক আরামদায়ক রাইডিং পাওয়া যাবে। আরও উল্লেখ রয়েছে, হ্যান্ডেলবার ড্যাম্পারটি বদলে আগের তুলনায় ভারী ইউনিট দেওয়া হতে পারে। এতেই নাকি ভাইব্রেশন কমবে।
এছাড়াও TVS Apache RTR 310-এর ইসিইউ সফ্টওয়্যারে আপডেট দেওয়া হতে পারে। থ্রটেল ল্যাগ দূর করতে এই পদক্ষেপ সংস্থার। আবার জল্পনা শোনা যাচ্ছে কুইক শিফ্টার কেবিলের রাউটিং ব্যবস্থায় বদল আনা হতে পারে। উপরিউক্ত এই আপডেটগুলির মাধ্যমে বাইকের পারফরম্যান্স চাবুকের মত হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, TVS Apache RTR 310-এর নেকেড ভার্সন হিসেবে বাজারে রয়েছে RR 310। এতে উপস্থিত একটি ৩১২.১২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ৯,৭০০ আরপিএম গতিতে ৩৫.১১ বিএইচপি শক্তি এবং ৬,৬৫০ আরপিএম গতিতে ২৮.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স এবং বাই ডিরেকশনাল কুইকশিফ্টার।