Ultraviolette F99 Electric Superbike: ৩ সেকেন্ডে ১০০ কিমি! গতির রেকর্ড ভাঙতে চলেছে ভারতের প্রথম ইলেকট্রিক সুপারবাইক
মাত্র ৩ সেকেন্ডে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারবে আলট্রাভায়োলেট ইলেকট্রিক বাইক। রেকর্ড গড়তে এবার F99 সুপারবাইক আনার ঘোষণা করল সংস্থা।
এই বছরের শুরুতে নতুন F99 সুপারবাইক উন্মোচন করেছে আলট্রাভায়োলেট। সংস্থার দাবি, এটি F77 মডেলের থেকে উন্নত। বাইকটি ট্র্যাক-অনলি মডেল হিসাবে লঞ্চ করা হবে। ভারতের প্রথম ইলেকট্রিক সুপারবাইক হতে চলেছে আলট্রাভায়োলেট F99। বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, এই প্রথম কোনও ভারতীয় মোটরসাইকেল সর্বোচ্চ গতি স্পর্শ করতে চলেছে। ৯০ দিনের মধ্যে দ্রুততম কোয়ার্টার-মাইলের রেকর্ড গড়বে এই দু’চাকা।
আল্ট্রাভায়োলেট F99 সর্বোচ্চ গতি এবং দ্রুততম কোয়ার্টার-মাইল রেকর্ড
সম্প্রতি বাইকের প্রথম ঝলক সামনে এসেছে। বেঙ্গালুরুতে আল্ট্রাভায়োলেটের R7D হাবে দেশীয় উপায়ে তৈরি এই সুপারবাইক। তীক্ষ্ণ স্টাইলিং, লাল-সাদার আকর্ষণীয় রংয়ের শেড, বডিওয়ার্ক এবং উচ্চ গতি সম্পন্ন বাইক আলট্রাভায়োলেট F99। বাইকটি মাত্র ৩ সেকেন্ডে ১০০ কিমি গতি ধরতে পারে। এটি কোনও ভারতীয় সংস্থার তৈরি সবথেকে দ্রুতগামী মোটরসাইকেল হতে চলেছে।
বাইকের স্পেসিফিকেশন
আল্ট্রাভায়োলেট F99 বাইকে রয়েছে একটি ৯০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। সংস্থার দাবি, এটি মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। বাইকের ওজন ১৭৮ কেজি এবং সর্বোচ্চ গতি ২৬৫ কিমি প্রতি ঘণ্টা। হার্ডওয়্যারের ক্ষেত্রে রয়েছে ওহলিন্স সাসপেনশন এবং সামনের দিকে টুইন ব্রেম্বো ব্রেক।
দাম, চার্জিং ও রেঞ্জ সম্পর্কিত তথ্য এখনও প্রকাশ করেনি আলট্রাভায়োলেট। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই বাইকটি আনুষ্ঠানিক ভাবে বাজারে প্রকাশ করবে সংস্থাটি। তবে ট্র্যাক-অনলি বাইক হওয়ায় এটির সীমিত সংখ্যক ইউনিট ছাড়া হবে নাকি যে কেউ কিনতে পারবেন তা এখনও স্পষ্ট নয়।