Ultraviolette F99: বেঙ্গালুরুর সংস্থা আনল ভারতের প্রথম সুপারবাইক, ছুটবে 265 কিমি স্পিডে!

By :  techgup
Update: 2024-09-20 13:11 GMT

ভারতীয় স্টার্টআপ সংস্থা Ultraviolette Automotive এদেশে তাদের F99 ইলেকট্রিক মোটরসাইকেলের প্রি প্রোডাকশন প্রোটোটাইপ মডেল উন্মোচন করল। একে ভারতের প্রথম সুপারবাইক বলে দাবি করা হয়েছে। গত বছর ইতালির মিলান মোটরসাইকেল শো-তে প্রদর্শিত হওয়ার পর এই প্রথম ভারতে পা রাখল এটি। F99 গতির নিরিখে একাধিক রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে।

Ultraviolette F99-এর ডিজাইন ও ডেভেলপমেন্টের পুরোটাই বেঙ্গালুরুতে সংস্থার R&D হেডকোয়ার্টারে সম্পন্ন হয়েছে। এই ধরনের দু'চাকা ভারতীয় টু-হুইলার ইন্ডাস্ট্রিতে প্রথম। পাওয়ারফুল ৯০ কিলোওয়াট মোটর দ্বারা পরিচালিত এই সুপারবাইক মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/ঘন্টা স্পিড তুলতে পারবে বলে দাবি করা হয়েছে।

F99 প্রতি ঘন্টায় সর্বাধিক ২৬৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। এই পারফরম্যান্সের উপর ভর করে ইলেকট্রিক সুপারবাইকটি আগামী তিন মাসের মধ্যে জোড়া রেকর্ড ভাঙার লক্ষ্য রাখছে। প্রথমটি হল, একটি ভারতীয় মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ স্পিডের রেকর্ড। আর ফাস্টেট কোয়ার্টার মাইল টাইম। কার্বন ফাইবার বডির এই বাইকের ওজন ১৭৮ কেজি।

F77-এর মতো F99 মডেলটিও দেখতে দুর্ধর্ষ। এক ঝলকে ইউরোপীয় বাইক বলে মনে হবে। Ohlins সাসপেনশন, ব্রেম্বো ব্রেক, লাইটওয়েট হুইল, টুইন ডিস্ক ব্রেকের মতো প্রিমিয়াম হার্ডওয়্যার দেওয়া হয়েছে। সুপারসনিক জেট থেকে বাইকটির ডিজাইনের অনুপ্রাণিত বলে জানিয়েছে আল্ট্রাভায়োলেট অটোমোটিভ।

Tags:    

Similar News