বাইক ভুলে যাবেন! R15-এর ইঞ্জিন ও দুর্ধর্ষ লুকস নিয়ে ভারতে হাজির Yamaha Nmax 155
ইউরোপের পর এবার ভারতেও ম্যাক্সি-স্কুটারের ট্রেন্ড চালু হয়েছে। এই ধরনের স্কুটার সাধারণত আকারে বড় হয়। নজরকাড়া স্টাইলিং থাকে ও দুর্দান্ত পারফরম্যান্স দেয়। সুজুকি এবং এপ্রিলিয়া প্রথম ভারতে মর্ডান ম্যাক্সি স্কুটার এনেছিল। আর আড়াই বছর আগে Aerox 155 লঞ্চের মাধ্যমে সেই তালিকায় নাম লেখে। ভারত মোবিলিটি এক্সপো 2024 ইভেন্টে জাপানি সংস্থাটি এমনই আরও একটি ম্যাক্সি-স্কুটার Nmax 155 প্রদর্শন করে প্রচারের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কেমন এই ইয়ামাহা এনম্যাক্স মডেলটি? চলুন খুঁটিনাটি জেনে নিই।
Yamaha Nmax 155 ভারত মোবিলিটি এক্সপো 2024-এ প্রদর্শিত হল
ভারত মোবিলিটি এক্সপো ২০২৪-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছে এটি। জনপ্রিয় R15 স্পোর্টস বাইকের ইঞ্জিনে ছুটবে ইয়ামাহার এই ম্যাক্সি স্কুটি। ডিজাইনের প্রসঙ্গে বললে Yamaha Nmax 155-এর স্লিক বডিওয়ার্ক, ফিট ফরওয়ার্ড সিটিং পজিশন এবং বড় ফ্রন্ট ফেসিয়া সহ ম্যাক্সি স্কুটার স্টাইলিং নজর কেড়ে নেবে। সামনের শোভা বাড়িয়েছে লম্বা উইনস্ক্রিন, এলইডি লাইটিং এবং কালো রঙের বডি প্যানেল।
পারফরম্যান্সের প্রসঙ্গে আসলে, Nmax 155-তে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এই একই পাওয়ারট্রেন Yamaha Aerox 155, R15 V4 ও MT-15-কে দৌড়নোর শক্তি সরবরাহ করে। ইঞ্জিনটি সর্বাধিক ১৪.৯ বিএইচপি এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে রয়েছে সিভিটি গিয়ারবক্স।
গুরুত্বপূর্ণ ফিচার্স হিসাবে Yamaha Nmax 155-তে রয়েছে ফুল এলইডি লাইটিং এবং এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল। সব মিলিয়ে স্কুটারটি ভালো পারফরম্যান্সের সাথে আরামদায়ক রাইডিং অফার করবে। এবার প্রশ্ন Yamaha Nmax 155 ভারতে লঞ্চ কবে হবে? এই প্রসঙ্গে জানিয়ে রাখি ইয়ামাহা ইন্ডিয়া এই বিষয়ে ভাবনাচিন্তা করছে এবং চলতি বছরের শেষে স্কুটারটিকে ভারতের রাস্তায় দেখা যেতে পারে বলে খবর।