সামনের মাসেই চমক! নতুন আপডেটের সঙ্গে লঞ্চ হতে চলেছে Yamaha R15S V3
গত বছরের সেপ্টেম্বরে চতুর্থ প্রজন্মের (V4) R15 স্পোর্টস বাইক ভারতের লঞ্চ করেছিল ইয়ামাহা। ইতিমধ্যেই নতুন লুক ও আধুনিক ফিচার Yamaha R15 V4 -এর জনপ্রিয়তাকে তুঙ্গে তুলেছে। আবার গত নভেম্বরে তৃতীয় প্রজন্মের (V3) R15 মডেলের ইউনিবডি (Unibody) সিট বা সিঙ্গেল-পিস সিট ভ্যারিয়েন্ট পুনরায় বাজারে এনেছিল ইয়ামাহা। বাইকটি এতদিন পাওয়া যেত রেসিং ব্লু রঙে। তবে লেটেস্ট রিপোর্ট বলছে, Yamaha R15S V3 সামনের মাসে নতুন কালার স্কিমে লঞ্চ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে।
১১ এপ্রিল ডিলারদের নিয়ে বসতে চলেছে ইয়ামাহা। মিট-আপ ধরনের৷ সেখানে সংস্থার আগামীদিনের কর্মসূচি ও লক্ষ্য নিয়ে আলোচনা হবে বলেই অনুমান। পাশাপাশি সে দিন নতুন কিছু মডেল সামনে আনা হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। যার মধ্যে রয়েছে ইয়ামাহার বহু প্রতীক্ষিত ইলেকট্রিক স্কুটার। তবে সূত্রের খবর, সেখানে Yamaha R15S V3-এর নতুন রেড এবং ডার্ক নাইট কালার ভ্যারিয়েন্টের উপর থেকে পর্দা সরানো হতে পারে। সে ক্ষেত্রে এপ্রিলেই নতুন লুকে বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
Yamaha R15S V3 বাইকে আপডেট বলতে শুধু ওটুকুই থাকবে বলে মনে করা হচ্ছে। যান্ত্রিক দিক থেকে এতে বিশেষ কোনও পরিবর্তন করা ড়বে থনা৷ এটি আগের মতোই ১৫৫ সিসি-র লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। এর থেকে ১৮.৬ পিএস শক্তি ও ১৪.১ এনএম টর্ক পাওয়া যাবে।
Yamaha R15 V4-এর মতো Yamaha R15S V3 বাইকটি গিয়ার শিফট ইন্ডিকেটর-সহ মাল্টি-ফাংশন এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল চ্যানেল এবিএস, অ্যাসিস্ট ও স্লিপার ক্ল্যাচ, সাইড স্টান্ড ইন্ডিকেটর ও ইঞ্জিন কাট-অফ ফাংশনের সঙ্গে এসেছে।