AFG vs RSA: পিচ সেমিফাইনালের আদর্শ নয়, লজ্জাজনক হারের পর ক্ষোভ উগরে দিলেন আফগানিস্তানের কোচ

Update: 2024-06-27 11:01 GMT

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ব্যবহৃত পিচের কড়া সমালোচনা করলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। তিনি বলেছেন, 'এত বড় ম্যাচের জন্য এটা সঠিক পিচ নয়। এই পিচে বল প্রত্যাশার তুলনায় অনেক বেশি মুভ করছিল এবং অসমান বাউন্স ছিল।'

জানিয়ে রাখি আজ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান দল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকা ৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে গেলেও তাদের ব্যাটসম্যানরাও পিচে খুব স্বস্তিতে ছিল‌ না।

ম্যাচ শেষে ট্রট বলেন, 'আমি নিজেকে সমস্যায় ফেলতে চাই না এবং আমি আঙ্গুর ফল না পেলে টক বলতেও চাই না, তবে এটি এমন পিচ ছিল না যেখানে কেউ বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে চাইবে।'

ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান ক্ষোভ উগরে দিয়ে জানান, 'এই পিচ ব্যাটারদেরকে পুরোপুরি খেলা থেকে সরিয়ে দিয়েছে। প্রতিযোগিতা সমান হওয়া উচিত। আমি বলছি না যে এটি কোনও স্পিন বা সিম বোলিং ছাড়াই ফ্ল্যাট হওয়া উচিত। তবে ব্যাটসম্যানদের নিয়েও চিন্তা করতে হবে।'

Tags:    

Similar News