Buchi Babu Livestream: কাল থেকে শুরু হচ্ছে বুচি বাবু‌ টুর্নামেন্ট, খেলবেন সূর্য-ঈশান সহ শ্রেয়াসও, কোথায় দেখবেন লাইভ?

১৯০৯ সালে প্রথম বুচি বাবু টুর্নামেন্ট শুরু হয়। এই টুর্নামেন্টটি কিংবদন্তি ক্রিকেটার মোথাভারাপু ভেঙ্কটা মহিপতি নাইডু অর্থাৎ বুচি বাবু নাইডুর স্মরণে চালু করা হয়েছিল।

By :  SUMAN
Update: 2024-08-14 09:24 GMT

ভারতে সারা বছর ধরে বিভিন্নরকম ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টগুলোতে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ প্রজন্মের ক্রিকেটাররা অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকেন। এর ফলে প্রতি বছর একাধিক প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে উঠে আসছেন। আগামীকাল থেকে অন্যতম ঐতিহ্যবাহী বুচি বাবু টুর্নামেন্ট শুরু হবে। জানুন এই টুর্নামেন্ট কোথায় সরাসরি সম্প্রচারিত হতে চলেছে।

১৯০৯ সালে প্রথম বুচি বাবু টুর্নামেন্ট শুরু হয়। এই টুর্নামেন্টটি কিংবদন্তি ক্রিকেটার মোথাভারাপু ভেঙ্কটা মহিপতি নাইডু অর্থাৎ বুচি বাবু নাইডুর স্মরণে চালু করা হয়েছিল। এই বছর বুচি বাবু টুর্নামেন্টটি আগামীকাল অর্থাৎ ১৫ আগস্ট থেকে ১০ টি আমন্ত্রিত দল নিয়ে শুরু হবে। এই টুর্নামেন্টে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রেলওয়ে, গুজরাট, মুম্বাই, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, হায়দ্রাবাদ এবং বরোদার পাশাপাশি দুটি স্থানীয় দল তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট একাদশ অংশগ্রহণ করবে।

ম্যাচগুলি তামিলনাড়ুর চারটি জায়গায় তিরুনেলভেলি, কোয়েম্বাটোর, সালেম এবং নাথামে অনুষ্ঠিত হবে। এই বছর বুচি বাবু টুর্নামেন্টকে শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, সরফরাজ খান এবং মুশির খানের মতো তারকা ক্রিকেটাররা আলোকিত করতে চলেছেন। উল্লেখ্য এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ৮ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে খেলা হবে।

২০২৪ বুচি বাবু ক্রিকেট টুর্নামেন্টের গ্ৰুপ বিভাগ:

গ্রুপ এ: মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, হায়দ্রাবাদ

গ্রুপ বি: রেলওয়ে, গুজরাট, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট একাদশ

গ্রুপ সি: মুম্বাই, হরিয়ানা, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ

গ্রুপ ডি: জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, বরোদা

২০২৪ বুচি বাবু ক্রিকেট টুর্নামেন্ট কোথায় সরাসরি সম্প্রচারিত করা হবে:

এই বছর বুচি বাবু ক্রিকেট টুর্নামেন্ট কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত করা হবে না। একমাত্র অনলাইনে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে।

Tags:    

Similar News