Indian Bowling Coach: ভারতীয় দলের বোলিং কোচের নাম ঘোষণা BCCI-এর, বাংলাদেশ সিরিজ থেকে নেবেন দায়িত্ব
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মেন্টর হিসেবে এই বছর সফলভাবে কার্যক্রম চালানোর পর গৌতম গম্ভীর জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসাবে দায়িত্ব পান। এরপরেই তিনি নিজের পছন্দের অভিষেক নায়ার ও রায়ান টেন ডয়েসচেটকে সহকারী কোচ হিসেবে নিয়ে আসেন।
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখা গেছে। ইতিমধ্যেই গৌতম গম্ভীর নতুন প্রধান কোচ হিসেবে নিজের কার্যক্রম শুরু করেছেন। নতুন ভূমিকায় তিনি সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে ছিলেন। এবার গৌতম গম্ভীরের পরামর্শের নতুন বোলিং কোচ ভারতীয় দলে যোগ দিতে চলেছেন। কলকাতা নাইট রাইডার্সের এই প্রাক্তন সতীর্থ এবার গম্ভীরের সঙ্গে জাতীয় দলেও এক সঙ্গে কাজ করবেন।
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ভারতীয় দল দুরন্ত পারফর্মেন্স করে ইতিহাস তৈরি করে। তবে এই টুর্নামেন্টের পরেই তার প্রধান কোচের দায়িত্বের সময়সীমা শেষ হয়ে যায়। অন্যদিকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মেন্টর হিসেবে এই বছর সফলভাবে কার্যক্রম চালানোর পর গৌতম গম্ভীর জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসাবে দায়িত্ব পান। এরপরেই তিনি নিজের পছন্দের অভিষেক নায়ার ও রায়ান টেন ডয়েসচেটকে সহকারী কোচ হিসেবে নিয়ে আসেন।
এবার প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মর্নে মরকেল ভারতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন। ক্রিকবাজের সূত্র অনুযায়ী বিসিসিআই সচিব জয় শাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন বেশ কিছু বছর মর্নে মরকেলের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়াও গম্ভীর লখনউ সুপার জায়ান্টসে মেন্টর থাকাকালীন সেই সময় এই দক্ষিণ আফ্রিকান তারকা বোলিং কোচ হিসেবে দায়িত্বে ছিলেন।
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে মরকেলের চুক্তি ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। ফলে ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়ার ট্রেস্ট সিরিজে তিনি ভারতীয় দলের সঙ্গে প্রথম যাত্রা শুরু করবেন। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকান তারকা মর্নে মরকেল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৮৬ ম্যাচে মোট ৩০৯ টি উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১১৭ টি একদিনের ম্যাচে মোট ১৮৮ টি উইকেট সংগ্রহ করেছেন।