IPL 2024: অনেক ম্যাচ বাকি থাকলেও এখন থেকেই প্লেঅফসের চারটি দল বাছলেন মরগান, KKR কোন স্থানে?
এই বছর আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত ২০ টির বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এবং প্রতিটি দলের কাছেই এখনও পর্যন্ত প্লে অফের পৌঁছানোর সুযোগ রয়েছে। তবে পারফরমেন্সের ভিত্তিতে কোন দলগুলি প্লে অফে জায়গা করে নেবে সেই বিষয়ে বিশেষজ্ঞরা নিজেদের মতামত প্রকাশ করছেন। এবার এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগান (Eoin Morgan) এই বছর আইপিএলের প্লে অফে পৌঁছাতে পারে এইরকম ৪ দলকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন।
চলমান আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচ থেকে ক্রিকেট ভক্তরা একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস উপহার পাচ্ছেন। এই বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এক ইনিংসে ২৭৭ রান সংগ্রহ করে ইতিহাস তৈরি করে। এই রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স উল্লেখযোগ্যভাবে ২৪৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৭২ রান সংগ্রহ করে টুর্নামেন্টে আরেক দৃষ্টান্ত তৈরি করেছে। তবে এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় রাজস্থান রয়্যালস ৪ ম্যাচের মধ্যে ৪ টিতে জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে।
এবার এর মধ্যেই প্রতিটি দলের পারফরমেন্সের ওপর ভিত্তি করে প্রাক্তন ইংলিশ তারকা ইয়ন মরগান এই বছর আইপিএলে প্লে অফে জায়গা করে নিতে পারে এইরকম ৪ টি দলের নাম প্রকাশ করলেন। তিনি জিও সিনেমায় দেওয়া এক সাক্ষাৎকারে প্লে অফে জায়গা করে নিতে পারে এইরকম ৪ দল হিসাবে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) বেছে নেন। উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্স এখন ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে।
নাইটদের প্রাক্তন অধিনায়ক হিসাবে মরগান বলেন, "কলকাতা নাইট রাইডার্সের জন্য আমার মনে একটা দুর্বলতা আছে। টুর্নামেন্টের সময় আমি বেগুনী রঙকে সমর্থন করি। আমি ম্যাচগুলি উপভোগ করছি। এই মরসুমে কলকাতাকে দেখতে খুবই ভালো লাগছে।" কলকাতা টুর্নামেন্টের শুরু থেকে পরপর জয় তুলে নিয়ে ধারাবাহিকতা বজায় রাখলেও শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে এখন কিছুটা পিছিয়ে পড়েছে। তারা পরবর্তী ম্যাচে ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে।