INDCH vs PAKCH: আজ ফের মহারণ ভারত-পাকিস্তানের, লেজেন্ড লিগের ফাইনাল কোথায় দেখবেন লাইভ? জেনে নিন
গত মাসেই ভারতীয় জাতীয় দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এবার অবসরপ্রাপ্ত কিংবদন্তি ব্লু ব্রিগেডরাও মাঠে নেমে পুরোনো ফর্মে ফিরে গেলেন। চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে গতকাল ভারতীয় চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সকে বিশাল রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছে। আজ ভারতীয় চ্যাম্পিয়ন্সরা পাকিস্তানের চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে। জানুন এই ম্যাচ কোথায়, কখন সম্প্রচারিত করা হবে।
যেকোনো টুর্নামেন্টেই ভারত বনাম পাকিস্তানের ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের লিগ পর্যায়ে ভারতীয় দল হরভজন সিংয়ের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ৬৮ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। তবে গতকাল এই টুর্নামেন্টের সেমিফাইনালে যুবরাজ সিংয়ের নেতৃত্বে ব্লু ব্রিগেডরা অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। উল্লেখ্য ভারতীয় কিংবদন্তিরা প্রথম ইনিংসে ব্যাট করে অজিদের ২৫৪ রানের বিশাল লক্ষমাত্রা দিয়েছিল।
অন্যদিকে ইউনিস খানের নেতৃত্বে পাকিস্তান দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে পাক বাহিনী ২০ ওভারে ১৯৮ রানের লক্ষ্যমাত্রা দিয়ে শেষ শেষ পর্যন্ত ২০ রানে জয় তুলে নেয়। এর ফলে আজ ভারতীয় চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ম্যাচটি খুবই টানটান উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ম্যাচে যুবরাজ সিংয়ের সঙ্গে সঙ্গে ব্লু বিগ্রেডদের হয়ে সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, ইরফান পাঠানের মতো কিংবদন্তিদেরও জ্বলে উঠতে দেখা যাবে।
কখন, কোথায় ভারত চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে?
২০২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ম্যাচটি আজ অর্থাৎ ১৩ জুলাই ভারতীয় সময় রাত ৯ টা থেকে এজবাস্টন, বার্মিংহামে অনুষ্ঠিত হবে।
কোথায় ভারত চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে?
আজ ২০২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ম্যাচটি স্টার স্পোর্টস টিভি চ্যানেলে সরাসরি দেখতে পাওয়া যাবে। এছাড়াও ম্যাচটি ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটেও অনলাইনে লাইভ স্ট্রিমিং করা হবে।