Lakshya Sen: পরিবর্তিত হল লক্ষ্যর ম্যাচের টাইমিং, আজ এই নতুন সময়ে সেমিফাইনালের জন্য লড়বে ভারতীয় তরুণ

লক্ষ্য সেন এই বছর প্যারিস অলিম্পিকের পুরুষদের একক ব্যাডমিন্টনের প্রাথমিক পর্বেই বিশ্বের ৩ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা জোনাটন ক্রিস্টির সামনে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। এছাড়াও তিনি গতকাল স্বদেশী প্রতিদ্বন্দী প্রণয়কে ২১-১২, ২১-৬ উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন।

By :  SUMAN
Update: 2024-08-02 10:22 GMT

চলমান অলিম্পিকে বর্তমানে ক্রীড়াবিদদের একাধিক অবিস্মরনীয় কৃতীত্ব বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে। তবে ইতিমধ্যে ভারতীয় দল মাত্র ৩ টি ব্রোঞ্জ পদক নিজেদের দখলে করতে পেরেছে। কিন্তু এর মধ্যেই কয়েক জন ক্রিড়াবিদদের নিয়ে দেশবাসী এখনও সোনা জয়ের স্বপ্ন বুনছেন। তাদের মধ্যে পুরুষদের ব্যাডমিন্টনে লক্ষ্য সেন একের পর এক ম্যাচ জয় করে দুরন্ত ফর্মে আছেন। আজ তিনি কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে খেলতে নামবেন। তবে এবার এই ম্যাচের সময় পরিবর্তন করা হল।

গতকাল প্যারিস অলিম্পিকে অভিজ্ঞ পিভি সিন্ধু মেয়েদের একক ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনালে চিনের হে বিংজিয়ায়োর বিরুদ্ধে লজ্জাজনক হারের সম্মুখীন হন। ফলে বর্তমানে ভারতের হয়ে ব্যাডমিন্টনে একমাত্র তরুণ তারকা লক্ষ্য সেন এই টুর্নামেন্টে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। তিনি প্রাথমিক পর্বেই বিশ্বের ৩ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা জোনাটন ক্রিস্টির সামনে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। এছাড়াও লক্ষ্য সেন গতকাল স্বদেশী প্রতিদ্বন্দী প্রণয়কে ২১-১২, ২১-৬ উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন।

আজ অলিম্পিকে পুরুষদের একক ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে তিনি চিনা তাইপের চৌ তিয়েন চেনের মুখোমুখি হবেন। এই ম্যাচেও ভারতের এই তারকা শাটলার অসাধারণ পারফরম্যান্স করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে ৩৪ বছর বয়সী প্রতিপক্ষ যথেষ্টই শক্তিশালী। অলিম্পিকের আগে ডাক্তারী পরীক্ষার করার সময় চৌ তিয়েনের শরীরের প্রাথমিক পর্বে ক্যানসার ধরা পড়ে। তবে তিনি থেমে জাননি। অস্ত্রোপচার করিয়ে আবারও স্বমহিমায় ফিরে এসেছেন। এর আগে লক্ষ্য সেন এই চৌ তিয়েনের বিপক্ষে ৪ বার মুখোমুখি হলেও ৩ বার হারের সম্মুখীন হন।

তবে চলমান অলিম্পিকে ভারতীয় এই তারকা শাটলার বিধ্বংসী ফর্মে আছেন। আজকের ম্যাচেও এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলেই লক্ষ্য সেনের লক্ষ্যভেদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেন বনাম ভারতের লক্ষ্য সেনের পুরুষদের একক ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি আজ অর্থাৎ ২ আগস্ট, শুক্রবার ভারতীয় সময় বিকাল ৬:৩০ থেকে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়টিকে পরিবর্তন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আজ ভারতীয় সময় রাত ৯:০৫ থেকে শুরু হবে।

Tags:    

Similar News