Neeraj Chopra: মাত্র ২ সেমিতে হাতছাড়া প্রথম স্থান, ডাইমন্ড লিগে দাপট বজায় ভারতের গোল্ডেন বয়ের
অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া (Neeraj Chopra) দোহা ডায়মন্ড লিগ (Diamond League) মিট জ্যাভলিন থ্রো ইভেন্টে ৮৮.৩৬ মিটারের সেরা থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। ২৬ বছর বয়সী চোপড়া তার শেষ প্রচেষ্টায় নিজের সেরাটা দিলেও জ্যাকুব ভাদলেচের (Jakub Vadlejch) জয়ের প্রচেষ্টা থেকে দুই সেন্টিমিটার কম পড়েন। পুরো প্রতিযোগিতায় তিনি চেক অভিজ্ঞ ভাদলেচের পিছনে শেষ করেছিলেন।
তৃতীয় প্রচেষ্টায় ৮৮.৩৮ মিটার ছুঁড়ে শিরোপা জেতেন ভাদলেচ। চোপড়া তার শেষ প্রয়াসে সমস্ত প্রচেষ্টা করেছিলেন তবে তার খেতাব দুই সেন্টিমিটারে রক্ষা করতে ব্যর্থ হন। দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স ৮৬.৬২ মিটার ছুঁড়ে তৃতীয় হন।
এই ইভেন্টে অংশ নেওয়া অন্য ভারতীয়, ২৮ বছর বয়সী কিশোর জেনার ডায়মন্ড লিগ অভিষেকটি হতাশাজনকভাবে শেষ হয়। তিন রাউন্ড থ্রোয়ের পরে তাকে বাদ দেওয়া হয়েছিল। এ সময় তার সেরা থ্রো ছিল ৭৬.৩১ মিটার। তিনি ১০ প্রতিযোগীর দ্বারা তিনটি নিক্ষেপের পরে নবম স্থানে ছিলেন।
জেনার ব্যক্তিগত সেরা ৮৭.৫৪ মিটার। এই পারফরম্যান্স তাকে গত বছরের হাংজু এশিয়ান গেমসে রৌপ্য পদক এনে দিয়েছিল, তবে শুক্রবার তার দিন ছিল না। ওয়েলস টোকিও অলিম্পিকে একটি রৌপ্য এবং ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। দুটি ইভেন্টে চোপড়া স্বর্ণ জিতেছিলেন। ডায়মন্ড লিগের পরবর্তী মিট, ৭ জুলাই প্যারিসে অনুষ্ঠিত হবে