Sri Lanka vs India: ২৪ ঘন্টার মধ্যে শ্রীলঙ্কা পেল দ্বিতীয় ঝটকা, চামিরার পর এবার চোটের কারণে ছিটকে গেলেন এই পেসার
নুয়ান থুসারার আগে চোটের কারণে দলের বাইরে রয়েছেন দুশমন্থ চামিরাও। চামিরা ইনজুরিতে পড়ার ২৪ ঘণ্টা পর নুয়ান থুসারার রূপে দ্বিতীয় বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে লঙ্কানদের কষ্ট কমছে না। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার নুয়ান তুষার। অনুশীলনের সময় থুসারা আঙুলে আঘাত পেয়েছেন এবং স্ক্যানগুলি একটি ভাঙা হাড় প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে তিনি এখন একটি ম্যাচও খেলতে পারবেন না। তার জায়গায় এখনো কোনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে, দিলশান মাদুশঙ্কাকে দলে নেওয়া হতে পারে।
নুয়ান থুসারার আগে চোটের কারণে দলের বাইরে রয়েছেন দুশমন্থ চামিরাও। চামিরা ইনজুরিতে পড়ার ২৪ ঘণ্টা পর নুয়ান থুসারার রূপে দ্বিতীয় বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে ভারতের বিপক্ষে নিজেদের ঘরেই বিপদে পড়েছে শ্রীলঙ্কা দল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় নুয়ান তুষারের। এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন তিনি। গত মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও নুয়ান তার বোলিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। শ্রীলঙ্কার হয়ে তিন ম্যাচে ৮ উইকেট নেন নুয়ান।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। নতুন অধিনায়ক ও কোচ পেয়েছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং গৌতম গম্ভীর কোচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়া জিম্বাবোয়ে সফরে গেলেও তাতে সব নতুন মুখ ছিল। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।