IPL 2024 KKR: ৫ ম্যাচে ৪ জয়, প্লে অফের জায়গা কি নিশ্চিত? দল কি‌ ভাবছে, জানালেন‌ নাইট অধিনায়ক

By :  techgup
Update: 2024-04-14 17:37 GMT

আজ বাঙালিদের বিশেষ দিন নববর্ষের দিনের বাঙালিদের সুন্দর একটি জয় উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কলকাতাবাসীকে সাক্ষী রেখেই ইডেনে লখনউ সুপার জায়েন্টসকে (Lucknow Super Giants) ২৬ বল বাকি থাকতে হারিয়ে জয়ের ধ্বজা উড়িয়েছে নাইটবাহিনী। এই জয় এবারের আইপিএলে (IPL 2024) কেকেআরের চতুর্থ জয়। যা এসেছে মাত্র পাঁচ ম্যাচ খেলে। দেখুন এই বিশেষ দিনে বিশেষ জয়ের পর কি বলেছেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)।

আজকের জয়ের প্রসঙ্গে নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ার ম্যাচ পরবর্তী কনফারেন্সে বলেছেন, “খুব সুন্দর একটি জয় এসেছে। বোলিং আর ফিল্ডিং খুব ভালো হয়েছে। এত গরম ছিল যে বলের গতির হেরফের করা খুব দরকার ছিল। পিচ শুকিয়ে থাকায় বল একটু থমকে আসছিল। বোলারেরা খুব ভালো পিচের ব্যবহার করেছে। যা পরিকল্পনা করেছিলাম তা আমরা কাজে লাগিয়েছি। তাতে সুবিধা হয়েছে।”

আজ ম্যাচ শুরুর আগে সকলে যখন সম্ভাব্য স্কোর হিসাবে ২০০ রানকে দেখছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কেকেআর বোলাররা সত্যিই দারুণ বল করেছেন। এদিকে এই ম্যাচ জয়ের কৃতিত্ব বোলারদেরই দিতে চান শ্রেয়াস আইয়ার। ম্যাচ পরবর্তী ওই কনফারেন্সে তিনি আরও যোগ করেছেন, “বোলারেরা যথারীতি উইকেট নেওয়ায় ওরা ১৬১ রানের বেশি করতে পারেনি। সেই কারণে, রান তাড়া করতে আমাদের খুব সুবিধা হয়েছে। বোলারেরা ভয় পায়নি। ওরা দেখিয়েছে এই উইকেটে কীভাবে বল করতে হয়।”

শ্রেয়াসকে আজ ম্যাচ পরবর্তী কনফারেন্সে প্রশ্ন করা হয়, সে প্লে অফের জন্য কতটা ভাবছে। তবে শ্রেয়াস এখন থেকেই বেশিদূর ভাবতে চাইছেন না, সেটা তার কথাতেই স্পষ্ট। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “আইপিএলে যত বেশি সম্ভব বর্তমানে থাকতে হয়। বেশি দূর ভাবলে চলে না। আমরা একটা করে ম্যাচ ধরেই এগোচ্ছি। আমাদের মুহূর্তগুলিকে নজরবন্ধি করতে হবে এবং সুযোগ অন্য কাউকে ছেড়ে দিলে হবে না।”

Tags:    

Similar News