Vinesh Phogat: খারিজ করা হল ভিনেশের আপিল, কোনো পদক ছাড়াই শেষ হল ফোগাটের অলিম্পিক যাত্রা

বারংবার ভিনেশ ফোগাটের মামলার রায় জানানোর দিন পেছোনো হলেও অবশেষে ১৪ আগস্ট বুধবার রাতে সেই রায় জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

By :  techgup
Update: 2024-08-14 18:57 GMT

সমাপ্ত হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। এবারের অলিম্পিকের আসরে মোট ৬ টি পদক এনেছে ভারত। যার মধ্যে ৫ টি ব্রোঞ্জ এবং ১ টি রুপো এসেছে। এগুলি ছাড়াও একটি পদকের জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে আবেদন ছিল। আর সেটি হল ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাটের বিষয়ে ছিল আবেদনটি।

উল্লেখ্য, গত সপ্তাহে ইউই সুসাকির বিরুদ্ধে জাপানের জয়সহ তিনটি জয় নিয়ে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ইভেন্টের ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ ফোগাট৷ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচ এক নাগাড়ে জিতে আসছিলেন তিনি। কিন্তু ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্র্যান্ডটের বিরুদ্ধে ম্যাচের আগেই তাকে সম্মুখীন হতে হয় বিরাট বড় সমস্যার। ফাইনালের সকালে ওজন করার সময় তার ওজন অনুমোদিত মাত্রার চেয়ে ১০০ গ্রাম বেশি ছিল।

আর ৫০ কেজির উর্ধ্বে মাত্র ১০০ গ্রাম বেশি থাকায় ভিনেশকে ফাইনাল খেলার আগেই বাদ বলে ঘোষনা করা হয়। সেই মতো প্রথমে ভিনেশকে কোনো পদক দেওয়া হবে না বলে জানানো হলেও, তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে সেই নিয়ে মামলা চলে। CAS-এর অ্যাড-হড বিভাগের ডঃ অ্যানাবেল বেনেট রায় ঘোষণার সময়সীমা একাধিকবার বাড়িয়েছিলেন। উভয় পক্ষকেই- আবেদনকারী ভিনেশ ফোগাট, এবং ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে তাদের যুক্তি সমর্থন করে আরও প্রমাণ জমা দিতে সময় দেওয়া হয়েছিল।

বারংবার সেই মামলার রায় জানানোর দিন পেছোনো হলেও অবশেষে ১৪ আগস্ট বুধবার রাতে সেই রায় জানিয়েছে ক্রীড়া আদালত। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায় অনুযায়ী, ভিনেশের রুপোর পাওয়ার আবেদন খারিজ করা হয়েছে। আন্তর্জাতিক আলিম্পিক কমিটির সিদ্ধান্ততেই বাতিল করা হল আবেদনটি। তবে ভিনেশের হাত ধরে কোনোরকম রুপো না এলেও, ভারতবাসীর নজরে তিনি সোনার থেকেও বেশি কিছু।

Tags:    

Similar News