Virat Kohli: 'কোনো অনুশোচনা রেখে যেতে চাইনা', টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই অবসরের গুঞ্জন ছড়িয়ে দিলেন বিরাট
একজন তারকা ক্রিকেটারদের কাছ থেকে স্বাভাবিকভাবেই ভক্তদের সব সময়ই অসাধারণ কিছু পারফরমেন্সের প্রত্যাশা থাকে। ফলে বিরাট কোহলির (Virat Kohli) মতো ব্যাটসম্যানকে বিশাল মানসিক চাপের মধ্যে দিয়ে নিজেদের ক্রিকেট জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু এতো সফলতার মধ্যেও বিভিন্ন কারণে তিনি বারবার একাধিক বিতর্কের সম্মুখীন হচ্ছেন। এবার বিরাট কোহলি আইপিএলের (IPL 2024) মধ্যে নিজের অবসরের বিষয় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
গতবছর একদিনের বিশ্বকাপে ভারতের মাটিতে বিরাট কোহলি অসাধারণ ফর্মে ছিলেন। তিনি ১১ ম্যাচে মোট ৭৬৫ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার টি-টোয়েন্টি ফরম্যাটের স্ট্রাইক রেট নিয়ে ক্রিকেট মহলে বিভিন্ন গুঞ্জন শুরু হয়। এমনকি তাকে এই গুরুত্বপূর্ণ বিশ্বকাপের দলে রাখা হবে কিনা তা নিয়েও বিসিসিআই নির্বাচকরা রীতিমতো আলোচনা করেছিলেন। কিন্তু চলমান আইপিএলে বিরাট কোহলি ব্যাট হাতে আবার নিজেকে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রমাণ করেছেন।
এবার এর মধ্যেই ৩৫ বছর বয়সী বিরাট কোহলি নিজের অবসরের বিষয়ে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেন, "একজন ক্রীড়াবিদ হিসাবে আমাদের এই খেলার জীবনের একটি শেষ তারিখ আছে। আমি কেবল এই তারিখের পিছনের দিকে কাজ করছি। আমি চিরকাল খেলা চালিয়ে যেতে পারবো না। তবে আমি নিশ্চিত যে আমার এই নিয়ে কোনও অনুশোচনা থাকবে না। আমি যতদিন ক্রিকেট খেলবো নিজেকে সব রকমভাবে উজাড় করে দেবো। যেদিন আমার সময় শেষ হয়ে যাবে আমি চলে যাবো। কিছুদিনের জন্য আমাকে দেখতেই পাবে না (হাসি)।"
তিনি আরও বলেন, "আমার কাছে এটা স্পষ্ট যে আমার ক্রিকেট জীবন এই ভেবে শেষ করতে চাইনা যে, আমি যদি আমার ক্রিকেট জীবনে এটা করতাম তাহলে কি হতো। তাই আমি অসম্পূর্ণ কিছু ক্রিকেট জীবনে ফেলে আসতে চাই না এবং পরবর্তী সময়ে এই বিষয়ে কোনো অনুশোচনা করারও কিছু নেই।" উল্লেখ্য আইপিএলে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দীর্ঘ দিন ধরে নেতৃত্ব দিয়েছেন কিন্তু একবারও চ্যাম্পিয়ন করতে পারেননি। এই বছর আইপিএলেও ১৩ ম্যাচে ৬৬১ রান করে বিরাট কোহলি সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা শীর্ষে আছেন। কিন্তু বেঙ্গালুরুকে এই বছরও আইপিএলের প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে।