বাহুবলীর প্রযোজকের মতো আপনার WhatsApp অ্যাকাউন্ট হতে পারে হ্যাক, সুরক্ষিত থাকতে অন করুন এই ফিচার
সম্প্রতি হ্যাকাররা বাহুবলী 2 এর প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে। শোবু ইয়ারলাগাড্ডা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই খবর জানিয়েছে।
বর্তমানে যে কেউ যেকোনো সময় হ্যাকিংয়ের শিকার হতে পারে। সে সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ। হ্যাকারদের চোখে সবাই সমান এবং তারা কাউকে ছাড় দেয় না। প্রতিদিনই দেশে সাইবার জালিয়াতি ও হ্যাকিংয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি হ্যাকাররা বাহুবলী 2 এর প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে। শোবু ইয়ারলাগাড্ডা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই খবর জানিয়েছে। পাশাপাশি তিনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচানোর কৌশল শেয়ার করেছেন।
গত 5 ডিসেম্বর রাত ১০টায় এক্স-এ প্রযোজক লিখেছেন, "আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আর হ্যাকার আমার অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে WhatsApp আমাকে ১২ ঘণ্টা লগইন করতে দিচ্ছে না কারন বলছে আমি বেশ কয়েকবার ভুল পিন দিয়েছি। এদিকে, হ্যাকাররা আমার চ্যাট অ্যাক্সেস করে পরিচিত মানুষদের সাথে কথা বলছে এবং তাদের অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা করছে। যদিও হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করার কোন উপায় নেই। এ এক ভীষণ বিরক্তিকর পরিস্থিতি! দয়া করে এ বিষয়ে কিছু পদক্ষেপ নিন।" শোবু তার পোস্টে মেটা এবং হোয়াটসঅ্যাপ উভয়কেই ট্যাগ করেছেন।
যেভাবে হ্যাক হয়েছিল শোবু ইয়ারলাগাড্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
আসলে শোবু ইয়ারলাগাড্ডা হোয়াটসঅ্যাপে লগইন করার জন্য একটি ওটিপি পেয়েছিলেন, যা তার এক পরিচিতের নম্বর থেকে এসেছিল। তিনি ওটিপি দেওয়ার পরই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারান। এরপর হ্যাকাররা তার অ্যাকাউন্টে ঢুকে পুনরায় লগ ইন করার জন্য বারবার ভুল পিন দিয়ে 12 ঘণ্টা অ্যাকাউন্ট লক করে দেয়। তাই আপনারও মনে রাখতে হবে যে আপনার ওটিপি কারও সাথে শেয়ার করবেন না।
My learnings from this: 1. Enable "2 Factor" authorisation on @WhatsApp 2. Don't share any verification/OTP codes, even if the message asking for that is one of your contacts. (Yes, it was very stupid of me, but we can get entirely caught off guard. I did it unconsciously… https://t.co/uovVvlUkDt
— Shobu Yarlagadda (@Shobu_) December 6, 2024
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখার টিপস
শোবু ইয়ারলাগাড্ডা ৬ ডিসেম্বর আরেকটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি জানান যে, তিনি তার অ্যাকাউন্টটি এখন পুনরুদ্ধার করতে পেরেছেন। সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। এছাড়া কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায়, সেই কথাও জানিয়েছেন তিনি।
1. "2 ফ্যাক্টর" অথেন্টিকেশন চালু করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এই ফিচার ব্যবহার করা বাধ্যতামূলক। এতে হ্যাকারদের পক্ষে আপনার অ্যাকাউন্টে ঢোকা কঠিন হয়ে পড়বে।
2. কোনও ভেরিফিকেশন/ওটিপি কোড কখনই শেয়ার করবেন না। এমনকি যদি আপনার পরিচিত কারও কাছ থেকে অনুরোধ আসে, এরপরেও নয়।
3. থার্ড পার্টি ক্লোন হোয়াটসঅ্যাপ অ্যাপ কখনই ডাউনলোড করবেন না।