Fake Apps: দেরি হয়ে যাওয়ার আগে এখনই ডিলিট করুন এই সব অ্যাপ, নাহলে খপ্পরে পড়বেন সাইবার হানার
Delete Fake Apps: ফোন থেকে দ্রুত ক্ষতিকর অ্যাপগুলি ডিলিট করার পরামর্শ দেওয়া হল। এগুলি আপনার অজান্তে ব্যক্তিগত তথ্যে উঁকি মারছে। ডিলিট না করলে সাইবার হানার ফাঁদে পড়তে পারেন।
ফোনে ভিড় করছে একের পর এক অ্যাপ। আজকাল এই অ্যাপ ছাড়া কোনও কাজই সম্ভব নয়। প্রতিটি পরিষেবার জন্য আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে। কিন্তু, এত অ্যাপের ভিড়ে কোনটা আসল, আর কোনটা নকল বোঝা দায়। দ্রুত ক্ষতিকর অ্যাপগুলি ডিলিট না করলে, সাইবার হানার খপ্পরে পড়তে পারেন। আপনার স্মার্টফোনে যদি এই সমস্ত অ্যাপ থাকে তাহলে আজই সেগুলি ডিলিট করুন।
কী কী অ্যাপ ডিলিট করতে হবে?
সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে স্টোরে অনেক ভুয়ো লোন অ্যাপ চিহ্নিত করা হয়েছে। যা লক্ষ লক্ষ ব্যবহারকারী ডাইনলোড করেছেন। এগুলি আপনার নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ ডেটা চুরি করে থাকে। ভুয়ো লোন অ্যাপ ছাড়াও, তালিকায় রয়েছে বেশ কিছু ফটো এডিটিং অ্যাপ। যেখানে ক্ষতিকর ম্যালওয়্যার ভাইরাস পাওয়া গিয়েছে।
সন্দেহজনক অ্যাপগুলি ডিলিট করুন
আপনি যদি আপনার ডিভাইসে কোনও থার্ড পার্টি (APK ফাইল) অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে অবিলম্বে সেগুলি মুছে ফেলুন। এই থার্ড পার্টি অ্যাপগুলি Google Play Store-এর নিরাপত্তা ব্যবস্থাগুলিকে বাইপাস করে, আপনার সংবেদনশীল তথ্যকে হ্যাকারদের কাছে পৌঁছে দেয়৷
এছাড়া থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনগুলি হল, যেগুলি আপনি গুগল প্লে স্টোরের বাইরে থেকে ডাউনলোড করে থাকেন। প্রায়শই ওয়েবসাইট, APK লিঙ্ক বা WhatsApp বা মেসেজগুলিতে পাঠানো লিঙ্কগুলি থেকে ডাইনলোড করা হয় অ্যাপগুলি।
এই অ্যাপগুলি ইনস্টল করার জন্য, ব্যবহারকারীদের সাধারণত "আননোন সোর্স অ্যাপ ইনস্টলেশন" বৈশিষ্ট্যটি চালু করতে হয়। অনেকে অসাবধানতাবশত এই বৈশিষ্ট্যটি চালু করে এই ভেবে যে, এটি তাদের পছন্দসই অ্যাপ ডাউনলোড করার অনুমতি দেবে। তবে এই ভাবনা ডিভাইসের নিরাপত্তা নষ্ট করে, হ্যাকিংয়ের দরজা খুলে দেয়।
পাশাপাশি যে সংস্থাগুলি ইনস্ট্যান্ট লোন দেওয়ার আড়ালে আপনার ব্যক্তিগত তথ্য, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ঠিকানা নিয়ে থাকে, সেই অ্যাপ থেকে সতর্ক থাকুন। ভুল করেও এই ধরনের আনভেরিফাইড লোন অ্যাপ ফোনে ইনস্টল করবেন না। নাহলে এরা লোনের নামে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে ছবি নিয়ে সেগুলি বিকৃত করে বিভিন্ন মানুষের কাছে পাঠানোর ভয় দেখিয়ে টাকা আদায় করবে।