Paytm আনল UPI Lite ফিচার, ইন্টারনেট কানেকশন এবং পিন ছাড়াই হবে UPI পেমেন্ট

Update: 2023-02-15 13:53 GMT

বর্তমান সময়ে প্রতিদিনই প্রচুর মানুষ UPI বা অনলাইন পেমেন্ট অপশনের ব্যবহার করেন। ফলত বেশির ভাগেরই স্মার্টফোনে এখন অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে জায়গা করে নিয়েছে PhonePe, Paytm, Google Pay-এর মত UPI পেমেন্ট অ্যাপ। তবে এই অ্যাপগুলিতে প্রচুর সুবিধা থাকলেও মুশকিল হচ্ছে যে, ভালো ইন্টারনেট কানেকশন ছাড়া এগুলির মাধ্যমে পেমেন্ট করা যায়না; তাছাড়া এদের মাধ্যমে পেমেন্ট করার সময় প্রতিবারই নিজের UPI পিন এন্টার করতে হয়। সেক্ষেত্রে এবার এই ঝামেলা ঘুচতে চলেছে বলে মনে হচ্ছে, কারণ জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Paytm এখন তার ইউজারদের জন্য UPI Lite নামে একটি ফিচার চালু করেছে। এই নয়া Paytm UPI Lite ফিচারের সাহায্যে পিন ছাড়াই UPI পেমেন্ট করা যাবে। শুধু তাই নয়, এতে পেমেন্টের জন্য লাগবেনা ইন্টারনেট কানেকশনও। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই…

ইউজারদের আরও সুবিধা দিতে হাজির হল Paytm UPI Lite

পেটিএমের ঘোষণা অনুযায়ী, সদ্য চালু হওয়া পেটিএম ইউপিআই লাইট ফিচারের মাধ্যমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজাররা আপনি অফলাইনেও ইউপিআই ট্রানজাকশন সম্পূর্ণ করতে পারবেন। এর জন্য কোনো ইউপিআই পিনও দিতে হবে না। সেক্ষেত্রে পেটিএমের অ্যাপের এই ফিচার ব্যবহার করে ইউপিআই ওয়ালেট লোড করার পর একেবারে ২০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে। এছাড়া লাইটে দিনে দুবার সর্বোচ্চ ২,০০০ টাকা যুক্ত করা যাবে; অর্থাৎ দিনে এর মাধ্যমে মোট ৪,০০০ টাকা দেওয়া যাবে।

Paytm UPI Lite ব্যবহার করতে চাইলে মাথায় রাখুন এই বিষয়গুলি

১. উল্লেখ্য, ইউপিআই লাইটের মাধ্যমে করা পেমেন্টগুলি পেটিএম ব্যালেন্স বা হিস্ট্রি বিভাগে দেখা যাবে। তবে এগুলি ব্যাঙ্ক পাসবুক অপশনে প্রদর্শিত হবেনা।

২. আপাতত এই ফিচার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজারদের জন্য লাইভ হয়েছে, যার মাধ্যমে ইউজাররা দ্রুত এবং নির্বিঘ্ন অভিজ্ঞতা পাবেন।

৩. ইউপিআই লাইটে ফান্ড যোগ করতে, যেকোনো একজনকে অনলাইন মোডে থাকতে হবে। এছাড়াও এতে অতিরিক্ত অথেন্টিকেশন প্রয়োজন।

৪. ইউজাররা ইউপিআই অটোপেও ব্যবহার করতে পারেন। তবে এই মুহূর্তে ইউপিআই লাইটের মাধ্যমে শুধুমাত্র ডেবিট করার অনুমতি দেওয়া হয়েছে। ক্রেডিট (রিফান্ড এবং অন্যান্য জিনিস) পরিষেবার জন্য অনলাইনে থাকতে হবে।

https://youtu.be/RTSl5Ou-NT8

Tags:    

Similar News