Signal: ব্যান করা হল জনপ্রিয় অ্যাপ সিগন্যাল, কারণ কি

By :  PUJA
Update: 2024-08-12 10:56 GMT

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ Signal এর বিরুদ্ধে 'সন্ত্রাসবিরোধী অভিযানে'র নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ পর্যবেক্ষণ সংস্থা রসকমনাদজর জানিয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযানের আইন লঙ্ঘন করায় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যালকে এই দেশে ব্লক করা হয়েছে।

রসকমনাদজর এই পদক্ষেপের নেওয়ার আগে, শত শত সিগন্যাল ব্যবহারকারী অ্যাপে ত্রুটির কথা জানিয়েছিলেন। উল্লেখ্য, রাশিয়ায় ১০ লাখের বেশি মানুষ Signal অ্যাপ ব্যবহার করে। ইন্টারনেট সেবা পর্যবেক্ষণ সাইটগুলি সিগন্যাল সম্পর্কে দেড় হাজারের বেশী অভিযোগ পেয়েছে, যার বেশীরভাগই মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের ব্যবহারকারীদের কাছ থেকে‌ এসেছে বলে জানা গেছে।

তবে অ্যাপ ব্লক করাতে খুশি নন সমস্ত ব্যবহারকারী। তারা বলেছেন ভিপিএন দিয়ে ঢুকে বা সেন্সরশিপ বাইপাস মোড ব্যবহার করে সিগন্যাল অ্যাপ চালাতে কোনো সমস্যা হচ্ছে না। এদিকে টেলিগ্রাম চ্যানেল ফর টেলিকম-এর মালিক মিখাইল ক্লিমারেভ রয়টার্সকে বলেছেন, "এটি আসলে রাশিয়ায় মেসেঞ্জার ব্লকের ইঙ্গিত দেয়, সিগন্যালের দিক থেকে কোনো সমস্যা নয়।"

তবে এই বিষয়ে সিগন্যাল এখনো কোনো বিবৃতি দেয়নি। মস্কো এবং ক্রাসনোদার টেরিটরির ব্যবহারকারীরা জানিয়েছেন যে ভিপিএন ছাড়া সিগন্যালে অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না। মোবাইল নম্বর লেখার সময় সার্ভারের সমস্যা আছে বলে জানানো হচ্ছে।

Tags:    

Similar News