ফোন নম্বর ছাড়াও ব্যবহার করা যাবে WhatsApp, শীঘ্রই আসছে ইউজারনেম ফিচার

Update: 2023-05-26 10:29 GMT

এই কয়েকদিনে ইউজারদের জন্য WhatsApp 'পার্সোনাল চ্যাট লক', 'মেসেজ এডিট' ইত্যাদি ফিচার এবং নতুন স্ক্রিন ইন্টারফেস এনেছে। তবে এখানেই যে সংস্থাটি নতুন ফিচার আনার প্রচেষ্টায় ক্ষান্ত দিচ্ছেনা, তা সাম্প্রতিক খবর থেকেই আবার স্পষ্ট হয়ে গেল। সূত্রের মতে, WhatsApp এখন একটি নতুন আপডেটে কাজ করছে যার সাহায্যে ইউজাররা তাদের ফোন নম্বর অন্যদের থেকে লুকিয়ে রাখতে পারবেন। শোনা যাচ্ছে, এক্ষেত্রে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরের বদলে ইউজারনেম ব্যবহার করে যোগাযোগ বজায় রাখার অপশন দেবে Meta-র এই ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যমটি, ঠিক Telegram, Signal জাতীয় প্ল্যাটফর্মের মতো। কিন্তু হঠাৎ কেন এই বড় আপডেট? মূলত ইউজারদের আরও বেশি গোপনীয়তা তথা সুরক্ষা দিতেই WhatsApp এই নতুন ইউজারনেম ফিচার শীঘ্রই রোলআউট করবে বলে জানা গিয়েছে।

ইউজারনেম ফিচার কী?

অধিকাংশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (এমনকি Meta মালিকানাধীন Instagram-ও) ইউজারদের নিজের ফোন নম্বর প্রকাশ না করে অ্যাকাউন্টে লগ ইন করার এবং অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুবিধা দেয়। এক্ষেত্রে ইউজারদের দেওয়া হয় অনন্য একটি আইডি বা ইউজারনেম। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপও এবার এই একই ধরনের ফিচার অফার করতে পারে বলে WABetaInfo জানিয়েছে। শুধু তাই নয়, আসন্ন ফিচারটি কীভাবে কাজ করবে সেই বিষয়েও একটি স্ক্রিনশট শেয়ার করেছে হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার পোর্টালটি।

কীভাবে WhatsApp-এ ইউজারনেম সেট করবেন?

WABetaInfo-র শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজাররা প্রোফাইলে ইউজারনেম সেট করার একটি অপশন পাবেন, যা দিয়ে কারো ফোন নম্বর না জানলেও তার সাথে যোগাযোগ করা যাবে। তাছাড়া নিজের ফোন নম্বর অন্যের সাথে শেয়ার করার ঝামেলাও থাকবেনা।

ইউজারনেম ফিচারের মাধ্যমে WhatsApp-এ স্প্যাম কল কমবে

হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার আসার পর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে স্প্যাম কল-এসএমএস ছড়ানোর ঘটনা এবং হ্যাকারদের বাড়বাড়ন্ত কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এতে ফোন নম্বরের মাধ্যমে অন্যদের বিরক্ত বা হ্যারাস সম্ভাবনাও থাকবেনা।

Tags:    

Similar News