WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন ফিচার, বন্ধুকে পাঠানো যাবে পুরো স্টিকার প্যাক

স্টিকার প্যাক শেয়ার করার সুবিধা পেতে হলে WhatsApp অ্যাপটি আপডেট করতে হবে। আগে ব্যবহারকারীরা শুধু কাস্টম স্টিকার পাঠাতে পারলেও, এখন পুরো স্টিকার প্যাক শেয়ার করতে পারবে।

Update: 2024-12-09 07:48 GMT

WhatsApp New Feature

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তাদের ব্যবহারকারীদের দীর্ঘদিন ধরেই স্টিকার পাঠানোর সুবিধা দিয়ে থাকে, কিন্তু এতদিন পুরো স্টিকার প্যাক একে অপরের সঙ্গে শেয়ার করা যেত না। তবে এখন এই কাজটি ব্যবহারকারীরা সহজেই করতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারীরা সহজেই একে অপরের সাথে স্টিকার প্যাক শেয়ার করতে পারবেন। নতুন এই ফিচারের মাধ্যমে বড় বড় গ্রুপে মজার ছলে একই ধরনের স্টিকার দিয়ে চ্যাট করার সুবিধা দেওয়া হবে।

মেসেজিং অ্যাপে এই ফিচারটি নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা চলাচ্ছিল হোয়াটসঅ্যাপ এবং এখন সমস্ত আইফোন ব্যবহারকারীরা এর সুবিধা পেতে শুরু করেছেন। স্টিকার প্যাক শেয়ার করার সুবিধা পেতে হলে অ্যাপটি আপডেট করতে হবে। আগে ব্যবহারকারীরা শুধু কাস্টম স্টিকার পাঠাতে পারলেও, এখন পুরো স্টিকার প্যাক শেয়ার করতে পারবে। চ্যাটিং হবে আগের চেয়ে অনেক বেশি মজাদার।

আপনি কীভাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি ব্যবহার করবেন

- আইফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন এবং ওপেন করুন।

- আপনি যাকে স্টিকার প্যাক পাঠাতে চান তার চ্যাট খুলুন।

- + বোতামে ট্যাপ করার পরে আপনাকে স্টিকার বিভাগে যেতে হবে।

- এখানে স্টিকারগুলি উপস্থিত হওয়ার পরে, আপনি যে স্টিকার প্যাকটি শেয়ার করতে চান তার সামনে প্রদর্শিত + বাটনটি ট্যাপ করতে হবে।

- এরপর উপরের শেয়ার আইকনে ট্যাপ করলেই স্টিকার প্যাক চলে যাবে।

যে ব্যবহারকারী স্টিকার প্যাক গ্রহণ করবেন তিনি সহজেই সেই প্যাকের স্টিকার অন্যকে পাঠাতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপে এখন ডকুমেন্ট এবং লিঙ্কের সঙ্গে কাস্টম মেসেজ যুক্ত করার অপশনও দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা একটি ডকুমেন্ট বা লিঙ্কে এখন থেকে প্রয়োজনীয় কিছু কথা লিখতে পারবেন।

Tags:    

Similar News